বিধ্বংসী অগ্নিকাণ্ডে (Fire) চাঞ্চল্য বাংলাদেশের ঢাকা বিমানবন্দরের (Dhaka Airport)। শনিবার, বিকেল সাড়ে ৩টে নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পণ্য রাখার জায়গায় আচমকা আগুন লাগে। কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের কাছে আগুন নেভাতে দমকলের অন্তত ৩০টি ইঞ্জিন পৌঁছয়। কিন্তু মালপত্র থাকায় আগুন ছড়িয়ে পড়ে। বাংলাদেশের (Bangladesh) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র মহম্মদ কাওসার মাহমুদ জানান, আপাতত বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

কাওসার মাহমুদ বলেন, বিমানবন্দর ফায়ার ডিপার্টমেন্ট, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংস্থার দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের চারটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২৮টি ইঞ্জিন কাজ করেছে। কার্গো ভিলেজের ওই অংশে সাধারণত আমদানি করা পণ্য মজুত রাখা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর দমকল বিভাগ, বাংলাদেশ বিমান বাহিনীর ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। রয়েছে বিজিবিও।

–

–

–

–

–

–

–