Sunday, November 16, 2025

ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান: শাহবাজের মুখোশ খুলে দিলেন ট্রাম্প

Date:

পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ যুগের পর যুগ ধরে ভারতে মানুষের মৃত্যু ও ভারতীয় সেনার প্রাণহানি ঘটিয়ে এসেছে। পহেলগাম হামলার (Pahalgam attack) পরবর্তীতে তাই ভারতের শাসক বিরোধী উভয় পক্ষই গোটা বিশ্বের কাছে পাকিস্তানের (Pakistan) পর্দাফাঁস করতে প্রতিনিধি পাঠিয়েছিল। এবার পাকিস্তানের সেই স্বরূপ খুলে দিলেন খোদ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। স্পষ্ট জানালেন ভারতে হামলা চালিয়েছিল পাকিস্তান, ঠিক যেমন আফগানিস্তানে (Afghanistan) চলছে।

ভারতের তরফ থেকে বারবার দাবি করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধপরিস্থিতি তৈরি হলেও যুদ্ধ হয়নি। পাকিস্তান এক তরফা হামলা চালিয়েছিল ভারতের সাধারণ পর্যটকদের উপর। ততবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shahbaz Sharif) দাবি করেছেন, ভারতের হামলায় পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়টি। আড়াল করার চেষ্টা করেছেন পাকিস্তানের সন্ত্রাসবাদকে।

এবার প্রকাশ্যে পাকিস্তানের পর্দাফাঁস করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সম্প্রতি নোবেল শান্তি (Nobel Peace prize) পুরস্কার না পাওয়া নিয়ে যথেষ্ট হতাশাগ্রস্ত হয়ে রয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে নোবেল কমিটিকে দায়ী করা ছাড়া তাঁর আর উপায়ও নেই। কারণ ভারত-পাকিস্তানের যে সংঘাত হয়ইনি, তা নিয়েও তিনি নোবেল দাবি করেছেন। সেই আফশোষ জানাতে গিয়ে ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমি কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছি। ভারত, পাকিস্তানকেই উদাহরণ হিসাবে দেখুন। একটা খুব খারাপ পরিস্থিতি হতে পারত। যদিও আমি বুঝি যে পাকিস্তান হামলা চালিয়েছিল। বা যেমন আফগানিস্তানের উপর একটা হামলা চলছে।

আরও পড়ুন: তিনবার হামলা কপিলের ক্যাফেতে! দায় স্বীকার করে হুঁশিয়ারি বিষ্ণোই গ্যাংয়ের

কার্যত আমেরিকা যে পাকিস্তানকে সেফ গার্ড করে চলেছে প্রতিনিয়ত, এই ঘটনায় তা আরও একবার প্রমাণিত। তাই ট্রাম্পকে তুষ্ট রাখতে তাঁর নোবেলের পক্ষে সওয়াল করেছেন শাহবাজ শরিফ। যদিও এর প্রেক্ষিতে এখনও ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version