সকাল থেকে সোনা কেনার ব্যস্ততা আমজনতার। গত কয়েকদিনে যেভাবে ঊর্ধ্বমুখী ছিল হলুদ ধাতুর দাম তাতে পকেটের সঙ্গে সামঞ্জস্য রেখে মহার্ঘ ধাতুকে বাড়িতে আনা যাবে কিনা তা নিয়ে চিন্তায় ছিল বাঙালি -অবাঙালি সকলেই। তবে ধনতেরাসের দিনে বিক্রেতাদের মুখে চওড়া হাসি। দুপুর গড়িয়ে বিকেল কিন্তু ভিড় কমছে না সোনার দোকানে। তাহলে কি মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এলো স্বর্ণালী ধাতু? চলুন জেনে নেওয়া যাক আজ সোনা বা রুপো কিনতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে।

১৮ অক্টোবর শনিবার ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৮৬ টাকা, ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৮৬০ টাকা।২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ১১ হাজার ৯৯৫ টাকা। ১০ গ্রাম কিনতে গেলে দাম পড়বে ১ লক্ষ ১৯ হাজার ৯৫০ টাকা। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ হয়েছে ৯ হাজার ৮১৪ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও আজ নিম্নমুখী।১০০ গ্রাম রুপোর দাম আজ রয়েছে ১৭ হাজার ২০০ টাকা। হিসেব বলছে একদিনে প্রায় রুপোর দাম কমেছে প্রায় ১৬,৯০০ টাকা।

–

–

–

–

–

–

–

–