Sunday, November 16, 2025

টিকিট না পেয়ে পথে গড়াগড়ি! আরজেডি বিধায়কের কীর্তিতে শোরগোল বিহারে

Date:

বিহার নির্বাচনের প্রথম দফার ভোটের মনোনয়ন সম্পূর্ণ হয়েছে আগেই। ততদিনে আসন রফা চূড়ান্ত হয়নি শাসক বিজেপি জোট থেকে বিরোধী শিবিরের। তবে দ্বিতীয় দফার নির্বাচনের মনোনয়ন (nomination file) জমার শেষ দিন আসার আগে ক্রমশ জটিল হচ্ছে বিরোধী জোটের অবস্থান। এবার লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সংসারে টিকিট নিয়ে অশান্তি। তার জেরে রাস্তায় শুয়ে গড়া গড়ি খেলেন দলের বিদায়ী বিধায়ক। তুললেন দলের টিকিটের জন্য টাকার খেলার অভিযোগও।

বিহারের মধুবন বিধানসভা (Madhuban assembly) কেন্দ্র থেকে বিধায়ক মদন শাহ (Madan Shah)। এবারের নির্বাচনেও (Bihar assembly election) তাঁর টিকিট পাওয়ার কথা ছিল এমনটাই দাবি তাঁর। প্রথম দফার মনোনয়ন জমা শেষ হয়ে গেলেও দ্বিতীয় দফার মনোনয়ন জমা হতে এখনও একদিন বাকি। তার আগে আরজেডি (RJD) চূড়ান্ত করে ফেলেছে কারা দলের প্রার্থী হবে। সেই তালিকায় নিজের নাম নেই দেখেই ক্ষোভে দুঃখে রাস্তায় গড়াগড়ি খেলেন মদন। নিজের পাঞ্জাবী ছিঁড়ে উগরে দিলেন একরাশ ক্ষোভ।

প্রথম দফার নির্বাচনের টিকিট যাঁরা পাননি, সব দল নির্বিশেষে, তাঁরা আশা করেছিলেন দ্বিতীয় দফার (second phase election) কোনও না কোনও কেন্দ্র থেকে তাঁদের প্রার্থী করা হবে। মদন শাহর দাবি, লালু প্রসাদ যাদব নিজে তাঁকে টিকিটের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু টাকার দাবি করেছিলেন সঞ্জয় যাদব। আড়াই লক্ষ টাকা টিকিটের (election ticket) বিনিময়ে তাঁর কাছে দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন মদন (Madan Shah)।

আরও পড়ুন: পাশে কাজল, ‘কেষ্টদা জিন্দাবাদ’ শুনে মঞ্চে হেসে ফেললেন সাংসদ শতাব্দী

আরজেডির তরফ থেকে যদিও মদন শাহর দাবির প্রেক্ষিতে কোনও বক্তব্য পেশ করা হয়নি। তবে নির্বাচনের আগে লালু প্রসাদ যাদবের বাড়ির বাইরে হওয়া হাই ভোল্টেজ ড্রামা নিয়ে অন্তর্ঘাতের ছায়া দেখছেন দলের অনেকে।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version