আলো আর আনন্দের উৎসব দীপাবলীর মাঝেই নেমে এল শোকের ছায়া। বলিউড হারাল তার এক যুগের কৌতুক সম্রাটকে। ৮৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা আসরানি। সোমবার বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান শিল্পী।

‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’— একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে অমলিন ছাপ রেখে গিয়েছেন তিনি। বিশেষ করে ‘শোলে’-র জেলর চরিত্রে তাঁর সংলাপ আজও দর্শকদের মুখে মুখে ফিরছে। পাঁচ দশকেরও বেশি দীর্ঘ অভিনয়জীবনে তিনশোরও বেশি ছবিতে কাজ করেছেন আসরানি। কৌতুকাভিনেতা হিসেবে তিনি যেমন খ্যাতি অর্জন করেছেন, তেমনই সিরিয়াস চরিত্রেও তাঁর অভিনয় দক্ষতার প্রমাণ মিলেছে একাধিক ছবিতে।

বলিউডের প্রায় প্রতিটি প্রজন্মের অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র থেকে শুরু করে রাজেশ খান্না— সকলের সঙ্গেই তাঁর পর্দার রসায়ন ছিল অনবদ্য। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। অমিতাভ বচ্চন থেকে সলমন খান— সকলেই সামাজিক মাধ্যমে শোকবার্তা জানিয়েছেন। এক অভিনেতা লিখেছেন, “একটা যুগের ইতি ঘটল। হাসির আড়ালে যে মানুষটা কত গভীর ছিলেন, তা কেবল কাছের মানুষরাই জানত।”

দীপাবলীর আলোয় যখন চারিদিকে উচ্ছ্বাস, তখনই নিভে গেল এক অমূল্য আলোকশিখা। বলিউডের ইতিহাসে আসরানি রয়ে যাবেন এক অনন্য অধ্যায় হয়ে— যেখানে হাসিই ছিল তাঁর সর্বোচ্চ শিল্প।

আরও পড়ুন – বাড়ির আলমারি থেকে উদ্ধার নাবালিকার ঝুলন্ত দেহ! আলিপুরে তদন্তে পুলিশ

_

_

_

_

_
_