Sunday, November 16, 2025

বর্ধমানে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হল গুরুতর আহত মহিলা যাত্রীর

Date:

বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার প্রায় এক সপ্তাহ পরে মৃত্যু হল আহত এক রেলযাত্রীর। বর্ধমান মেডিক্যাল কলেজে (Burdwan Medical College) তিনি চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতালে সূত্রে জানা গিয়েছে। এই পদপিষ্টের (stampede) ঘটনায় এটিই প্রথম মৃত্যু। যদিও এই মৃত্যুর দায় রেল (Indian Railway) কর্তৃপক্ষ নেবে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি।

১২ অক্টোবর বর্ধমান রেল স্টেশনে (Bardhaman Railway station) একসঙ্গে দুটি ট্রেনের ঘোষণা হওয়ার পরে ওভার ব্রিজে দুদিকের যাত্রীদের ভিড়ে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হন অন্তত ১০ জন। হাসপাতালে ভর্তি করা হয় ৮ জনকে। এর মধ্যে ৭ জনকে আগে চিকিৎসার পরে ছুটি দিয়ে দেওয়া হয়। কিন্তু উত্তরপাড়ার (Uttarpara) বাসিন্দা অপর্ণা মণ্ডলের আঘাত গুরুতর ছিল। তাঁকে বর্ধমান মেডিক্যালের আইসিইউ-তে (ICU) রেখে চিকিৎসা চলছিল।

আরও পড়ুন: চারবছরের শিশুকন্যা খুনের অভিযোগে গ্রেফতার দাদু

সোমবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় অপর্ণা মণ্ডলের। পরিবারের দাবি, ওই দিন তিনি বর্ধমানে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথে স্টেশনে ফুট ওভার ব্রিজে (foot overbridge) হুড়োহুড়িতে পড়ে যান। এই ঘটনায় আগেই রেল কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছিল। দাবি করেছিল শতাব্দী প্রাচীন বর্ধমান স্টেশনে যাত্রীদের প্রচুর ভিড় সামলানোর পরিকাঠামো এখনও নেই। এর আগেও বর্ধমান স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্টের ঘটনায় বহু রেলযাত্রীর মৃত্যু হয়েছে। তা সত্ত্বেও স্টেশনের পরিকাঠামোর উন্নতিতে এখনও কোনও পদক্ষেপ নিতে দেখা গেল না রেলকে।

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version