বিজেপির ‘ডবল ইঞ্জিন সরকার’-এর অপদার্থতা, গাফিলতি আর অমানবিকতার কারণে শিশু ও নবজাতকের জীবন বিপন্ন — এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। বুধবার সোশ্যাল মিডিয়ায় এক তীব্র পোস্টে মধ্যপ্রদেশের ভয়াবহ শিশুমৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল জানায়, “এই হল বিজেপির উন্নয়ন মডেল, যেখানে এক মা চোখের সামনে নিজের সন্তানকে হারান, আর সরকার নির্বাক দর্শক হয়ে থাকে।”

তৃণমূলের দাবি, রাজ্যের একাধিক জেলায় পরপর ঘটছে শিশু মৃত্যুর ঘটনা। পোস্টে তারা উল্লেখ করেছে—
১) সাতনার মাত্র চার মাসের শিশু হুসাইন রাজা অপুষ্টিতে প্রাণ হারিয়েছে।
২) আগস্টে শিবপুরীতে ১৫ মাসের কন্যাশিশুর মৃত্যু।
৩) শেওপুরের দেড় বছরের রাধিকা প্রাণ হারিয়েছে একই কারণে।
৪) জুলাইয়ে ভিন্ডেতে আরও এক শিশুর মৃত্যু হয় মারাত্মক অপুষ্টিতে।

তৃণমূলের মতে, এই ঘটনাগুলি ‘হিমশৈলের চূড়া মাত্র’। সরকারি নথি উদ্ধৃত করে তারা জানিয়েছে, মধ্যপ্রদেশে অপুষ্টির ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে।

পরিসংখ্যান অনুযায়ী—

* ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত ৮৫,৩৩০ জন শিশু ভর্তি হয়েছে নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে।
* শিশু ভর্তি বেড়েছে ১১,৫৬৬ (২০২০–২১) থেকে ২০,৭৪১ (২০২৪–২৫)-এ।
* বর্তমানে ১০ লক্ষেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে।
* এর মধ্যে ১.৩৬ লক্ষ শিশু মারাত্মক ক্ষয়জনিত অপুষ্টির শিকার।
* এপ্রিল ২০২৫ পর্যন্ত পাঁচ বছরের নিচে শিশুর অপুষ্টির হার ৭.৭৯ শতাংশ, যা জাতীয় গড় ৫.৪০ শতাংশের চেয়ে অনেক বেশি।
* মে মাসে ৫৫টি জেলার মধ্যে ৪৫টি রয়েছে রেড জোনে, যেখানে ২০ শতাংশেরও বেশি শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম।

তৃণমূলের কটাক্ষ, “উন্নয়নের বড়াই করতে করতে বিজেপি সরকার ভুলে গেছে—পেট ভরে খেতে না পারা এক শিশুর কান্না গোটা সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি।” বিজেপির তরফে অবশ্য এখনও তৃণমূলের এই অভিযোগের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজ্যের শিশুমৃত্যু নিয়ে বিরোধীদের তোপে যে চাপে পড়তে হচ্ছে মধ্যপ্রদেশ সরকারকে, তা নিয়ে রাজনৈতিক মহল নিশ্চিত।শিশুদের অপুষ্টি-মৃত্যু ঘিরে রাজনীতির পারদ চড়ছে, আর তার মধ্যেই প্রশ্ন উঠছে— ‘ডবল ইঞ্জিনের’ উন্নয়নের রেলগাড়ি আদৌ চলছে তো?

আরও পড়ুন- নতুন মাকে জন্মদিনে শুভেচ্ছা, পরিণীতির সঙ্গে বিশেষ মুহূর্ত ভাগ রাঘবের

_

_

_
_