Sunday, November 16, 2025

কাশ্মীর উপত্যকায় মাঝারি ভূমিকম্প, আতঙ্কে রাত জাগল উপত্যকা

Date:

মঙ্গলবার গভীর রাতে ফের কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। রাত ১১টা ৪৬ মিনিটে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। হঠাৎ কম্পনে ঘুম ভাঙে বহু মানুষের। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে, আপাতত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগরসহ উপত্যকার একাধিক জেলায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবারও আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায়। সেই ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান–তাজিকিস্তান সীমান্তের কাছে প্রায় ১০ কিলোমিটার গভীরে। বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়া সেই কম্পনেও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, মানুষের মনে আতঙ্কের ছায়া ঘনিয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকায় ধারাবাহিকভাবে ভূমিকম্পের ঘটনা ঘটছে। মাত্র গত মাসেই দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,২০০ জন। পুরো গ্রাম মাটির নিচে তলিয়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য বাড়িঘর।

সেই স্মৃতি এখনও তাজা উপত্যকার মানুষের মনে। মঙ্গলবার রাতের কম্পন যেন ফের সেই ভয়াবহ দিনের স্মৃতি উসকে দিল কাশ্মীরে।

আরও পড়ুন – দুর্যোগের অন্ধকারে সম্প্রীতির আলো, দীপাবলিতে উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মিজানুররা 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...
Exit mobile version