Thursday, December 18, 2025

জলাভূমির গুরুত্ব বোঝাতে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার গড়া হবে নলবনে

Date:

Share post:

পূর্ব কলকাতা (East Kolkata) জলাভূমির পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নলবন (Nalban) ভেরিতে একটি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র বা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার গড়ে তোলা হবে। এর জন্য আগ্রহী সংস্থার থেকে দরপত্র আহ্বান করেছে পরিবেশ দফতরের অধীন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি। প্রায় ২০ কোটি টাকার প্রকল্পটি চুক্তি স্বাক্ষরের এক বছরের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রস্তাবিত কেন্দ্রটিতে আধুনিক ইন্টার‌্যাকটিভ গ্যালারি, প্রদর্শনী হল ও উন্মুক্ত প্রকৃতি পর্যবেক্ষণ ক্ষেত্র থাকবে। মানুষ প্রকৃতি রক্ষা ও সুস্থায়ী উন্নয়নের সমন্বয় সম্পর্কে ধারণা তৈরি করতে পারেন। এই কেন্দ্রটিকে গবেষণা, প্রশিক্ষণ ও বিনোদন পার্ক হিসাবে পরিকল্পনা করা হচ্ছে।

পরিবেশ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কলকাতার ফুসফুস নামে পরিচিত পূর্ব কলকাতা জলাভূমি শহরের নিকাশিজলের প্রাকৃতিক পরিশোধনের পাশাপাশি বিপুল জীববৈচিত্র্য রক্ষা করে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে জলাভূমির (Water Body) সেই পরিবেশগত ভূমিকা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। তিনি বলেন, “নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার এমনভাবে নকসা করা হবে যাতে ছাত্রছাত্রী, গবেষক ও সাধারণ নাগরিকরা জলাভূমির পরিবেশগত মূল্য বুঝতে পারেন। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য যাতে ব্যাহত না হয় সেই দিক দেখা হবে। এটি সংরক্ষণ নীতি ও জনসচেতনতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে।”

দরপত্রে বলা হয়েছে, অভিজ্ঞ ভারতীয় নির্মাণ সংস্থাগুলিই এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারবে, যাদের জীববৈচিত্র্য, পরিবেশ পার্ক বা ইকো-ট্যুরিজম (Eco-Tourism) প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে। যোগ্যতা ও ব্যয়ের দক্ষতাকে সমান গুরুত্ব দিয়ে সংস্থা বাছাই করা হবে। সম্পূর্ণ হলে নলবনের (Nalban) এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার কলকাতার অন্যতম প্রধান পরিবেশ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...