সিডনিতে হিটম্যান শো, ভিন্টেজ শটে কামব্যাক কোহলির

Date:

Share post:

ক্লাসিক, ভিন্টেজ, স্মার্ট – অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে (Ind vs Aus) রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ইনিংসকে ব্যাখ্যা করতে শুরুতেই এই তিনটে শব্দের সংযোজন সত্যিই প্রয়োজন। নিখুঁত শট নির্বাচন থেকে ব্যাট হাতে সমালোচকদের জবাব দেওয়া কিংবা সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি পর উচ্ছ্বাস নিয়ন্ত্রণে রেখে দলকে জিতিয়ে অপরাজিত থাকার অনবদ্য রূপকথা লিখল ভারতীয় ক্রিকেটের হিটম্যান আর চেজ মাস্টারের যুগলবন্দি। খেলার ফলাফল- সিডনির (Sydney cricket ground) মাটিতে আত্মসম্মান বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দাপুটে জয় টিম ইন্ডিয়ার। রোহিত অপরাজিত ১২১, নট আউট থেকে বিরাটের সংগ্রহ ৭৪। এদিন দুজনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আড়াই হাজার করে রান করেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে Ro-Ko ম্যাজিক। ২৩৭ রানের লক্ষ্যমাত্রা খুব একটা বড় ছিল না। প্রথমে ভারতীয় বোলিং অস্ট্রেলিয়াকে দুরমুশ করার কাজটা ভালোভাবেই করেছিল। বাকি সময়টা ছিল রোহিত-বিরাট ম্যাজিক দেখার। অধিনায়ক শুভমন গিল শুরুটা ভালো করলেও আজ যেন গোটা মাঠ অপেক্ষা করেছিল কখন শূন্য রানের খরা কাটিয়ে নিজের চেনা ছন্দ সমর্থকদের উপহার দেবেন বিরাট (VK)। প্রথম থেকেই রোহিত (Rohit Sharma) যেভাবে ব্যাট করছিলেন তাতে বোঝা যাচ্ছিল সদ্য ‘প্রাক্তন অধিনায়ক’ করে দেওয়া অপমানের বদলা তিনি মাঠেই নেবেন, তবে নিজের স্টাইলের সামান্য রদবদল করে। শুরু থেকে আগ্রাসী মেজাজে ধরা না দিলেও নিজের ব্যাটিংয়ের ছন্দপতন হতে দেননি কখনই। সময় যত এগিয়েছে ততই চেনা রোহিত ধরা দিয়েছেন। স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় হাফ সেঞ্চুরি এবং তারপর গতি বাড়িয়ে শতরানেও উচ্ছ্বাস দেখাননি। উল্টোদিকে তখন ব্যাট করছেন কিং কোহলি। সতীর্থর দুরন্ত ইনিংসে তাঁর মুখে চওড়া হাসি। চেজ মাস্টার অবশ্য ততক্ষণে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। প্রথম রান নেওয়া থেকে শেষ বাউন্ডারি মেরে দলকে জেতানো পর্যন্ত বিরাট কোহলি শনিবার ক্রিকেটপ্রেমী ও অনুরাগীদের একগুচ্ছ নান্দনিক শট উপহার দিয়েছেন।

ধারাভাষ্যকাররা বারবার বলছিলেন, হয়তো এই মাঠে দুজনকে এভাবে আর দেখা যাবে না। কিন্তু ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভকে এত যত্নশীল পরিমার্জিত এবং দায়িত্বপূর্ণ ইনিংস উপহার দিতে দেখার পরও কি সিলেক্টার এবং সমালোচকদের নতুন করে ভাবার সময় আসেনি? কথাতে বলে পুরনো চাল ভাতে বাড়ে। কাজে করে দেখালেন যুগলে। সিডনি জুড়ে ধ্বনিত হলেও Ro-Ko স্লোগান সমর্থন। সমালোচনা আর অপমানের কষ্ট লুকিয়ে ব্যাটেই জবাব দিলেন রোহিত-বিরাট। শুধু আফসোস একটাই সিরিজ জেতা হল না।

 

spot_img

Related articles

কানাডায় মাদক কারবার: লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের হাতে খুন ভারতীয় ব্যবসায়ী

কানাডায় টার্গেট করে খুন ভারতীয় ব্যবসায়ীকে। মাদকের কারবারে ব্যবসায়ী খুনের দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। ঘটনায় এখনও পর্যন্ত...

ক্যানবেরায় বৃষ্টির পূর্বাভাস, অজিভূমে আজ প্রথম টি-টোয়েন্টি নিয়ে সংশয়! 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ খেলায় ভারতীয় দল দাপট দেখালেও অস্ট্রেলিয়ার মাটিতে ছাড়তে হয়েছে রোহিত-বিরাটদের (Rohit Sharma-Virat Kohli)।...

‘এনআরসি আতঙ্কে’ আত্মঘাতী প্রদীপ কর: পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক

দেড় পাতার সুইসাইড নোটে এনআরসি-র জন্য আতঙ্ক স্পষ্ট। খড়দহের প্রদীপ করের মৃত্যুর দায় নিতে হবে মুখ্য নির্বাচনী আধিকারিক...

জামাইকায় আছড়ে পড়ল হারিকেন মেলিসা: মৃত ৭, ঐতিহাসিক ক্ষতির মুখে দ্বীপরাষ্ট্র

কোথাও নেই বিদ্যুৎ সরবরাহ। বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ। জলের তলায় বিস্তীর্ণ এলাকা। জামাইকার প্রশাসন গোটা দেশকে বিপর্যস্ত ঘোষণা...