Friday, January 2, 2026

জন্মদিনের আগেই ৬০ বছর বয়সে শাহরুখ খানের সুঠাম শরীরের রহস্যভেদ

Date:

Share post:

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ষাট বছরে পা দিতে আর মাত্র কয়েকদিন বাকি, আর সত্যি বলতে কি – তার শারীরিক গঠন এখনও যেকোনো ‘জেড’ প্রজন্মের অভিনেতার সাথে পাল্লা দিয়ে চলার ক্ষমতা রাখে। হাই-অকটেন স্টান্ট করা হোক বা সেই আকর্ষণ, শাহরুখ প্রমাণ করে চলেছেন যে বয়স আসলেই কেবল একটি সংখ্যা। আর সেই ঈর্ষণীয় ফিটনেসের রহস্যটা কী? খুঁজতে গিয়ে জানা গেল রহস্য হল সেলিব্রিটিদের অত্যাধুনিক খাবার একেবারেই নয়, বরং শৃঙ্খলাপরায়ণ জীবনযাত্রা, সংযম এবং দিনে মাত্র দুবার অত্যন্ত সাধারণ মানের খাবার।

শাহরুখ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি বিশাল কোন ডায়েট বা অভিনব খাবারে বিশ্বাস করেন না। “মুঝে পাকওয়ান পাসন্দ নেহি,” তিনি স্বীকার করেছেন যে তিনি সাধারণ, পুষ্টিকর খাবার পছন্দ করেন। তাঁর লিস্টে থাকে দিনে মাত্র দুবার খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবার। এর মধ্যে একেবারেই কোনও জলখাবার নেই। মেনুতে থাকে স্প্রাউট, গ্রিলড চিকেন, ব্রকলি এবং অল্প ডালের মতো স্বাস্থ্যকর খাবার। তিনি স্পষ্ট জানান তিনি শরীরকে পুষ্টি দিতেই খান, স্বাদ সেখানে গুরুত্বপূর্ণ একেবারেই নয়।

প্রসঙ্গত, তিনি জানান কঠিন কোন চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়, শারীরিকভাবে আরও কঠোর নিয়ম অনুসরণ করেন তিনি। তিনি বলেন, “কোনও নির্দিষ্ট ভূমিকার জন্য যদি আমাকে ফিট থাকতে হয়, তাহলে আমি সাদা ভাত, রুটি, চিনি এবং অ্যালকোহল ছেড়ে দিই, পাশাপাশি অল্প পরিমাণে খেতে চাই”। তাঁর খাদ্যতালিকায় থাকে ডিমের সাদা অংশ, গ্রিলড চিকেন, ডাল, ফাইবার সমৃদ্ধ শাকসবজির সাথে চর্বিহীন প্রোটিন। ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও, শাহরুখ খান বাড়িতে রান্না করা খাবার খেতেই বেশি পছন্দ করেন। ছবির সেটে, তাঁর দুপুরের খাবার প্রায়শই বাড়ি থেকে আসে, সাধারণত মাছ বা তন্দুরি মুরগির সাথে শাকসবজি এবং স্প্রাউটস। রাতের খাবার যদিও হালকা থাকে, বেশিরভাগই তন্দুরি মুরগি এবং রুটি। কখনও কখনও সামান্য পরিমাণে মাটন পাতে জায়গা করে নেয় বটে।

তবে বোঝা গেল নিষ্ঠা এবং আনন্দের মধ্যে জীবনযাপনের এই ভারসাম্যই হয়ত কিং খানের অদম্য শক্তির রহস্য। কিং খানের ষাট বছর বয়স হওয়ার সাথে সাথে, তাঁর জীবনধারা প্রমাণ করে যে দীর্ঘস্থায়ী ফিটনেস শুধুমাত্র কঠোর খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে না বরং ধারাবাহিকতা, আত্মনিয়ন্ত্রণ এবং জীবনকে উপভোগ করার উপর নির্ভর করে।

আরও পড়ুন – প্রত্যাবর্তনের ম্যাচে দুরন্ত বোলিং শাহবাজের, ইডেনে গুজরাটকে চাপে রাখল বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...

নতুন বছরের পয়লা দিনে ‘ফার্স্ট বয়’ ইকোপার্ক, পর্যটকদের ভিড়ে দ্বিতীয় স্থান চিড়িয়াখানার

বড়দিনের ভিড়কে টেক্কা দিয়ে ২০২৬-র পয়লা জানুয়ারি নিজের রেকর্ড নিজেই ভাঙলো ইকো পার্ক (Eco Park)। পরিসংখ্যান বলছে বৃহস্পতিবার...

ছুটিতে হাতে–কলমে পরিবেশ শিক্ষা, প্রস্তাব শিশু অধিকার কমিশনের

স্কুলপড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে ছুটির সময় হাতে–কলমে পরিবেশ সংক্রান্ত প্রকল্প চালুর প্রস্তাব দিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা...

নথি না থাকলেও যাচাই বাধ্যতামূলক! প্রান্তিক ভোটারদের অন্তর্ভুক্তিতে বিশেষ ব্যবস্থা কমিশনের

এনিউমারেশনের পর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্বে প্রান্তিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের অন্তর্ভুক্তি নিশ্চিত...