নিজেই সুইসাইড (Suicide note) নোট লিখে নিজেই খুন করেছেন স্ত্রীকে! তারপর দু’দিন নিখোঁজ থেকে হঠাৎ থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। উত্তর কলকাতার শ্যামপুকুরে (Shyampukur, North Kolkata) বধূর রহস্যমৃত্যুতে নয়া চমক। দিনদুয়েক আগে শ্যামপুকুর থানার অন্তর্গত ডিসপেনসারি লেনে এক মহিলার দেহ উদ্ধার হয়। সঙ্গে মেলে ‘সুইসাইড নোট’। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন মহিলার স্বামী। রবিবার রাতে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

মৃত মহিলার নাম পূজা পুরকাইত। গত শনিবার গুরুতর আহত অবস্থায় স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান পূজার শ্বশুরবাড়ির লোকজন। ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। শরীরে একাধিক আঁচড় দেখে সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষই শ্যামপুকুর থানায় খবর দেন। তদন্তে পুলিশ বধূর শ্বশুরবাড়িতে গিয়ে উদ্ধার করে পূজার স্বামীর হাতে লেখা একটি ‘সুইসাইড নোট’। যাতে লেখা ছিল, “আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” নোটে ‘আমাদেরল শব্দটি দেখে তদন্তকারীদের সন্দেহ জাগে। ঠিক সেই সময় থেকেই নিখোঁজ ছিলেন তাঁর স্বামী সুমিত পুরকাইত। ময়নাতদন্তের রিপোর্টে পরে নিশ্চিত হয় যে, পূজাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

অবশেষে রবিবার রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন সুমিত। পুলিশের কাছে সুমিত দাবি করেছেন, পূজা ওঁর একসঙ্গে আত্মহত্যা করার পরিকল্পনা ছিল। তিনিই ওই সুইসাইড নোট লিখেছিলেন। তবে সূত্রের খবর অনুযায়ী, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন পূজার স্বামী। খুনের পর আত্মহত্যার গল্প ফাঁদছেন কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, তাঁকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

–

–

–

–

–

–
–
–


