বাংলায় SIR হলেও বিজেপিকে পঞ্চাশে নামাব! চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বাংলায় SIR হলেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়বে। বিজেপিকে পঞ্চাশে নীচে নামাব! মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে চ্যালেঞ্জ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

SIR নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ”বিজেপি বলছে, এসআইআর হলে তৃণমূল হেরে যাবে। বিজেপির বুকে পাটা থাকলে চ্যালেঞ্জ একসেপ্ট করুক। SIR হওয়ার পরও তৃণমূলের যা ভোটের আসন ছিল একুশে তা একটা হলেও বাড়াব। কমার জায়গায় নেই। বিজেপিকে পঞ্চাশে নামাব। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ নিন। আর এসআইআর হওয়ার পর যদি হারে বিজেপি নেতারা সাংবাদিক বৈঠক করে বলুন, আমরা দুলক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেব। নাহলে আপনারা যা বলবেন তাই করব। অ্যাকসেপ্ট করুন পারবেন? ক্ষমতা আছে?”

বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে এক তিরে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, “যারা বলছে বাংলায় এসআইআর হলে নাকি তৃণমূলের ভোট ব্যাঙ্ক ধসে যাবে, তাদের চ্যালেঞ্জ করে একথা বলছি। পরিষ্কার করে এটাও বলছি, এসআইআর এর নামে বাংলা থেকে একটা বৈধ ভোটারের নামও যদি বাদ যায় তাহলে দিল্লিতে কমিশনের অফিসে লাখো মানুষের বিক্ষোভ হবে। ২০২৩ সালের অক্টোবরে ট্রেলার দেখিয়েছিলাম, এবার পুরো সিনেমাটা দেখাব।”
আরও খবরউত্তর-পূর্বের একমাত্র বাংলাতেই SIR, পিছনের দরজা দিয়ে NRC-র চক্রান্ত! তীব্র আক্রমণ অভিষেকের

তীব্র আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এই এনআরসি করছেন অমিত শাহ, আর এসআইআর করার চক্রান্ত করেছেন জ্ঞানেশ কুমার। ছমাস আগে সহকর্মী ছিলেন অমিত শাহের। আপনি নির্বাচন থেকে পালাচ্ছেন, তৃণমূল পালায় না। বাংলায় এখনও দুটো উপনির্বাচন হয়নি। কেন করাচ্ছেন না? বিহারের সঙ্গে করাতেই পারতেন। আসলে করতে পারবেন না। কারণ, জানেন তৃণমূল জিতবে। আপনাদের ভয় মানুষ ভোট দেবে না। ৩০৩ থেকে ২৪০ এ নেমেছেন। আগে তো জল-কল-রাস্তা বন্ধ করতেন এখন ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এবার ১০০-তে নামবে (লোকসভায়)”।

spot_img

Related articles

এনআরসি-এসআইআরের আতঙ্কে আত্মহত্যা খড়দহের প্রদীপ করের, কেন্দ্রকে দায়ী করলেন ব্রাত্য

কেন্দ্রের একের পর এক বিতর্কিত নীতি যেন সাধারণ মানুষের মনে আতঙ্কের ছায়া ফেলছে। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার পথ...

ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগানের ড্র, জমে গেল ডার্বির গুরুত্ব

একটা সময় ডেম্পো মানেই ছিল ইস্টবেঙ্গল-মোহনবাগানের কাছে শক্ত গাঁট। সেই ডেম্পো দুর্বল হয়েছে, কিন্তু  নামের সুনাম বজায় রেখেছে।...

SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

পাখির চোখ ছাব্বিশের নির্বাচন। আর তার আগে বাংলায় SIR। তা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার SIR ঘোষণার...

ভোটে হেরে-আদালতে হেরে বাংলার উপর প্রতিশোধ! বিজেপিকে তুলোধনা অভিষেকের

"ভোটে হেরে, আদালতে হেরে বাংলার ওপর প্রতিশোধ নিচ্ছে বিজেপি”— তীব্র আক্রমণে এইভাবেই সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...