বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০( T20) সিরিজ খেলতে নামছে ভারত। একদিনের সিরিজে হারের বদল নেওয়ার লক্ষ্যে ক্যানবেরায় নামছে মেন ইন ব্লু। এই সিরিজ টি২০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চও। এই সিরিজে রান পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।

মঙ্গলবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন “রান তো আসবেই, তবে দলের লক্ষ্য অর্জনে পরিশ্রম করাটাই আসল। নানারকম আলাদা পরিস্থিতিতে টিম আপনার কাছে কী চাইছে, সেটা বুঝতে হবে। আপাতত একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।”

আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি থেকে শুরু করে দিয়েছেন জসপ্রীত বুমরাহ, নীতীশ রেড্ডি, শিবম দুবেদের নিয়ে কথা বলেছেন সূর্য। এমনকি সূর্যও জানিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া সিরিজকে টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছেন তাঁরা।

ভারতের টি২০ অধিনায়ক বলেছেন, ‘এশিয়া কাপ থেকেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এমন নয় যে এশিয়ার বাইরে খেলতে এসেছি বলে অন্য কিছু ভাবব। এই সিরিজকেও বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছি। আমাদের দলে খুব বেশি বদল হয় না। এশিয়ার বাইরেও দলের ভারসাম্য প্রায় একই রকম থাকে।’

টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া পাবে জশ ইংলিসকে। চোটের জন্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলকে কিন্তু ঘরের মাঠে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়াও।

–

–

–

–


