Tuesday, November 18, 2025

তমলুকে বৃষ্টিতে আলোক তোরন ভেঙে চাঞ্চল্য! তদন্তে পুলিশ, ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা 

Date:

Share post:

প্রশাসনের নির্দেশিকা অমান্য করে রাজ্য সড়কের ওপর নির্মিত কালীপুজোর আলোক তোরন ভেঙে পড়ায় মঙ্গলবার তমলুকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুপুর আড়াইটা নাগাদ হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়ায় পূর্বকোলা গ্রামের হাকোল্লা এলাকায় প্রায় ৪৫ ফুট উঁচু ওভারহেড আলোক তোরনটি ধসে পড়ে। ঘটনায় প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে রাধামনি–পাঁশকুড়া রাজ্য সড়ক।

ঘটনার খবর পেয়ে তমলুক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীপুজো উপলক্ষে হাকোল্লার পূর্বকোলা এলাকায় গত ২১ অক্টোবর থেকে চলছিল দেওয়ালি উৎসব ও ক্ষুদিরাম গ্রামীণ মেলা, যার আয়োজন করেছিল পূর্বকোলা শ্যামা পূজা কমিটি ও গ্রাম কল্যাণ সমিতি ইয়ংস্টার ক্লাব। সেই উপলক্ষেই তৈরি করা হয়েছিল দুটি ৪৫ ফুটের আলোক তোরন, যা প্রশাসনের নির্দেশ অমান্য করে রাজ্য সড়কের উপরেই স্থাপন করা হয়েছিল।

মঙ্গলবার দুপুরে তার মধ্যে একটি তোরন আচমকা মেলার দোকানের উপর ভেঙে পড়ে।সৌভাগ্যবশত, তখন দোকান বা রাস্তার ধারে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ মান্না জানান, “আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে, যা অস্বীকার করছি না। তবে ভবিষ্যতে আমরা সতর্ক থাকব। কেউ আহত হননি, আমরা গেটটি সঙ্গে সঙ্গেই সরিয়ে ফেলেছি।” ঘটনার খবর পেয়ে তমলুকের বিডিও ওয়াসিম রেজা নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, প্রশাসনের নির্দেশিকা অমান্য করায় পুলিশের তরফ থেকে ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, “আমরা তদন্ত করছি। প্রয়োজনে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন – মাসাইমারায় যেতে ভাঙল বিমান! ১২ পর্যটকের মৃত্যুর আশঙ্কা

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...

সুজনের প্রতি সৌজন্য, গিলের বিকল্প নিয়ে ভাবনা শুরু গম্ভীরের

ইডেন থেকেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত।  সোমবার বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ইডেনে অনুশীলন শুরু করে দিল...

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala...

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল...