Thursday, November 13, 2025

SIR-এর আড়ালে বাংলায় NRC ষড়যন্ত্র: ব্রিগেডেই না কি মেগা সভা করে তীব্র প্রতিবাদ! জোর চর্চা তৃণমূলের অন্দরে

Date:

পাখির চোখ ছাব্বিশের নির্বাচন। আর তার আগে বাংলায় SIR। তা নিয়ে সরব রাজ্যের শাসকদল তৃণমূল। সোমবার SIR ঘোষণার পরে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন থেকে বিজেপিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নভেম্বর থেকে এস আই আর বিরোধী জোরদার প্রচারে নামছে তৃণমূল। প্রথমে ঠিক ছিল ২ বা ১২ নভেম্বর শহিদ মিনার ময়দানে হবে বড় সভা। কিন্তু সেসময় একটি ধর্মীয় অনুষ্ঠানের কারণে ওই এলাকা পাওয়া মুশকিল। ফলে বিকল্প হিসেবে আলোচনায় এসেছে ব্রিগেডেও। সবদিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে দল। তবে প্রস্তুতি অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী দু – চারদিনের মধ্যেই ঘোষণা হতে পারে দিনক্ষণ। বাংলায় এসআইআর-এর নাম এনআরসি করার ষড়যন্ত্র করছে নির্বাচন কমিশন ও মোদি সরকার- তৃণমূল ভবন থেকে তোপ দাগেন অভিষেক। একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, বাংলায় এসআইআর-এর পরে একটা হলেও তৃণমূলের আসন বাড়বে। বিজেপি ৫০-এ নামবে।

তৃণমূল সূত্রে খবর, SIR বিরোধী মেগা সভা করবে রাজ্যের শাসকদল। প্রথমে কথা ছিল ২ বা ১২ নভেম্বর সেই সভা হবে শহিদ মিনারের সামনে। কিন্তু সেই সময় অন্য ধর্মীয় অনুষ্ঠান থাকায় সেই কর্মসূচি পিছনো হয়। সূত্রের খবর, এবার ব্রিগেডেই মেগা সভা করবে তৃণমূল। আর সেখান থেকে রাজ্যে SIR-এর আড়ালে NRC-র ষড়যন্ত্রের কথা বাংলার মানুষকে জানাবেন শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন- ভোটে হেরে-আদালতে হেরে বাংলার উপর প্রতিশোধ! বিজেপিকে তুলোধনা অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

এক নাগাড়ে তিন দিন রাজধানীতে দূষণের চিত্রটা বদলাচ্ছে না অনেকবারেই। এই বিষয়ে এবার উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট।...

সলিল স্মৃতিতে প্রকাশিত স্বর্ণমুদ্রা

কিংবদন্তি সুরকার, কবি ও গীতিকার সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে শহরজুড়ে সুরের উন্মাদনার মাঝেই আজ 'শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স'...

আধার কার্ডকে শিখণ্ডী করে নাম বাদের ফন্দি! আইনি লড়াই – গণআন্দোলনের হুঁশিয়ারি তৃণমূলের 

বিস্ফোরক তথ্য। আধার-কার্ডকে শিখণ্ডী করে ভোটার তালিকা থেকে নাম বাদের ফন্দি চলছে। নেপথ্যে রয়েছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। যারা...

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...
Exit mobile version