Wednesday, November 19, 2025

ফিরছে নস্টালজিয়া, দেশজুড়ে পুনর্মুক্তি সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’র!

Date:

Share post:

বাংলা সিনেমার অন্যতম স্টলওয়ার্ড সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অনবদ্য সৃষ্টি বারবার বড় পর্দায় ফিরে পেতে চান এই প্রজন্মের দর্শকরাও। বিভিন্ন সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) সেই সুযোগ মিলেছে। তবে এবার নস্টালজিয়ার পারদ আরও ঊর্ধ্বমুখী। প্রায় পাঁচ দশক পর সারা দেশ জুড়ে পুনরায় মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore), শুভেন্দু চট্টোপাধ্যায়, রবি ঘোষ, সমিত ভঞ্জ অভিনীত ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Dinratri)। সাদাকালো ক্যানভাসের সেই ছবিতে চার বন্ধু চিরাচরিত জীবনযাত্রা থেকে সাময়িক বিরতি নিয়ে অচেনা অজানায় হারিয়ে যেতে চেয়েছিলেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও এই ছবি দেখানো হয়েছিল। এবার সত্যজিতের কালজয়ী সৃষ্টি গোটা দেশের মানুষের কাছে বড়পর্দায় ধরা দেবে আগামী ৭ নভেম্বর।

চলতি বছর ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st KIFF) এই ছবি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে (Priya Cinema Hall)এই ছবির পুনরুদ্ধার হওয়া সংস্করণটি ইংরেজি সাবটাইটেলসহ বড়পর্দায় মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। কিফে এই ছবি দেখানো গোটা সপ্তাহ জুড়ে দেখানো হবে, বলে জানা গেছে।। পাশাপাশি এক সপ্তাহ পরে প্রদর্শিত হবে সত্যজিৎ- উত্তম অনবদ্য যুগলবন্দি ‘নায়ক’ (Nayak)।

প্রিয়া সিনেমার কর্ণধার অরিজিৎ দত্ত (Arijit Dutta) ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি প্রদর্শনের খবর ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। গোটা দেশ জুড়ে বড়পর্দায় মুক্তি পেতে চলা এই ছবি সব সিনে প্রেমীদের দেখার অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, বরাবরের মতোই দর্শক এই ছবিকে আবারও একইরকম ভালোবাসায় ভরিয়ে দিলে এই ছবি এক সপ্তাহের বেশিও চলতে পারে প্রেক্ষাগৃহে।

spot_img

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...