কেন্দ্রের একের পর এক বিতর্কিত নীতি যেন সাধারণ মানুষের মনে আতঙ্কের ছায়া ফেলছে। এবার সেই আতঙ্কেই আত্মহত্যার পথ বেছে নিলেন খড়দহের ৫৭ বছরের প্রদীপ কর। জানা গিয়েছে, তিনি নিজের সুইসাইড নোটে স্পষ্টভাবে লিখেছেন যে তাঁর মৃত্যুর জন্য দায়ী এনআরসি ও এসআইআর।

পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই চরম মানসিক চাপে ছিলেন তিনি। কেন্দ্রের নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সম্প্রতি আলোচনায় আসা এসআইআরের সম্ভাব্য প্রভাব নিয়ে গভীর উদ্বেগে ভুগছিলেন তিনি। শেষমেশ মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ি থেকে।

সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, “আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি ও এসআইআর। দেশে সাধারণ মানুষ আর নিরাপদ নয়।” ওই নোটে আরও অভিযোগ করা হয়েছে, দেশের প্রশাসন মানুষকে ভয় দেখিয়ে বিভক্ত করছে এবং শেষে প্রতারণা করছে।

এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এনআরসি-র কারণেই এই মৃত্যু। এটা শুধু এক ব্যক্তির আত্মহনন নয়, এটা কেন্দ্রের অন্যায় নীতির ফল।” তিনি আরও বলেন, “সুইসাইড নোটের ছ’টি শব্দই বিজেপির রাজনীতির মুখোশ খুলে দেয় — ভয় দেখাও, ভাগ করো, প্রতারণা করো।”

শিক্ষামন্ত্রীর বক্তব্য, “দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিজেপি। সাধারণ মানুষকে বারবার আতঙ্কিত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কেন্দ্র।” স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। খড়দহ থানার পুলিশ প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলেছে এবং তাঁর আত্মহত্যার কারণ জানতে তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন- নির্ধারিত সময়ে আছড়ে পড়ল মন্থা! বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, প্রভাব পড়ল দক্ষিণবঙ্গেও

_

_

_
_
_


