ফের একবার একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে মা ফ্লাইওভারের উপরে। একসঙ্গে তিনটি গাড়ি এবার দুর্ঘটনার কবলে। ঘটনায় দুজন আহত হয়েছেন। এই ঘটনায় ফের একবার মা ফ্লাইওভারের (Maa Flyover) উপরে গাড়ির গতি নিয়ে প্রশ্ন উঠল। নজরদারি সত্ত্বেও কীভাবে এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে (flyover) গাড়ির গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, প্রশ্ন নিত্যযাত্রীদের।

বুধবার দুপুরে একটি গাড়ি দ্রুত গতিতে আসার সময় আচমকা ব্রেক (brake) কষে। সায়েন্স সিটির দিক থেকে আসা গাড়িটি আচমকা ব্রেক কষলে সেটি ডিভাইডারের (divider) উপর উঠে যায়। তার পিছনে যে গাড়িগুলি আসছিল সেই দুটি গাড়িও গতি নিয়ন্ত্রণ না করতে পেরে ওই গাড়িটির পিছনে ধাক্কা মারে।

আরও পড়ুন: মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে নদীতে ঝাঁপ, রহস্যমৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার

ঘটনায় কেউ গুরুতর আহত না হলেও দুটি গাড়ির দুজন আহত হয়েছেন। এরপরই ফের প্রশ্নে মা ফ্লাইওভারে (Maa Flyover) নজরদারি। গতমাসেও একইভাবে দুর্ঘটনা ঘটেছিল মা ফ্লাইওভারে। গতির কারণে ব্রেক কষা গাড়িতে পরপর চারটি গাড়ি ধাক্কা মারে। তারপরেও যে সতর্কতার অভাব রয়েছে, তা স্পষ্ট বুধবারের ঘটনায়।

–

–

–

–

–
–


