‘বাংলাদেশি’ তকমায় আতঙ্ক শ্রমিকের! দিল্লি থেকে ফিরে মৃত্যু

Date:

Share post:

বাংলায় (Bengali) কথা বলার অপরাধে ‘বাংলাদেশি’ তকমা! দিল্লি (Delhi) থেকে এই অভিযোগে তাড়িয়ে দেওয়া হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক পরিবারকে। সেই অপমান, আতঙ্ক ও আর্থিক অনিশ্চয়তার মধ্যেই হৃদরোগে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিকের নাম সন্তোষ দাস (৫৫)।

বহরমপুর পুরসভার দয়ানগরের শিবনগর রোডের বাসিন্দা ছিলেন সন্তোষবাবু। দীর্ঘ ১৫-২০ বছর ধরে দিল্লিতে রঙের মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি ও তাঁর পরিবার। দিল্লির যমুনা বিহার এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। স্ত্রী পাতা দাস পরিচারিকার কাজ করতেন। ছেলে মিঠুন দাস যেতেন হাউসকিপিংয়ের কাজে। অভিযোগ, প্রায় আড়াই মাস আগে স্থানীয় পুলিশ তাঁদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেন। বৈধ পরিচয়পত্র দেখিয়েও হেনস্তার শিকার হন তাঁরা। শেষপর্যন্ত প্রাণভয়ে স্ত্রী ও পুত্রকে নিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরে আসেন সন্তোষ দাস। স্ত্রী পাতা দাসের কথায়, “সব কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশি বলা হয়েছে। দিল্লিতে কাজ করে কোনও রকমে সংসার চলছিল। এখানে ফিরে আসার পর স্বামী সব সময় চিন্তায় থাকতেন — সংসার কীভাবে চলবে?” আরও পড়ুন: ব্লু লাইন মেট্রোতে পুরনো গেট বদলানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের

প্রায় ১০ দিন আগে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। সেখানেই মৃত্যু হয় সন্তোষ দাসের। পরিবারের পাশে দাঁড়িয়েছে বহরমপুর পুরসভা। মৃতের শ্রাদ্ধের খরচ বহনের পাশাপাশি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে পুরসভার তরফে। পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, “বিজেপি বলে তারা মুসলিমবিরোধী দল। অথচ বহরমপুরের হিন্দু শ্রমিক সন্তোষ দাসের পরিবারকে দিল্লিতে অবাঙালিরা ‘বাংলাদেশি’ বলে অত্যাচার করেছে। এর জবাব মানুষই দেবে।”

spot_img

Related articles

চাষাপাড়ার বুড়িমা পুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাসে মুখর কৃষ্ণনগর

প্রযুক্তি আর ভক্তির মেলবন্ধনে এবার এক নতুন অধ্যায় রচনা হল কৃষ্ণনগরের চাষাপাড়ায়। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা...

পাকিস্তানের দাবি ভুয়ো প্রমাণ করে রাষ্ট্রপতির সঙ্গে বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Precident Draopadi Murmu) বুধবার যুদ্ধবিমানে রাফালে উড়ান দিলেন। এই বিশেষ ফ্লাইটে তাঁর সঙ্গী ছিলেন...

প্রদীপের আরও এক নোট উদ্ধার, ৪ ভাই-বোনকে নিয়েও ছিল আতঙ্ক! জানালেন অভিষেক

NRC-আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ করের (Pradip Kar) আরও একটি নোট উদ্ধার। বুধবার, পানিহাটিতে আত্মঘাতী প্রদীপর বাড়িতে গিয়ে পরিবারের...

গরুমারা ও চাপরামারির ইকো সেনসিটিভ জোনে নজরদারি কমিটি গঠন রাজ্যের

গরুমারা জাতীয় উৎপাদন এবং চাপরামারি অভয়ারণ্যকে নিয়ে পরিবেশ সংবেদনশীল এলাকা বা ইকো সেনসিটিভ জোন (eco sensitive zone) রক্ষায়...