Saturday, November 1, 2025

শুভমান-সূর্যদের ব্যাটিং ব্যর্থতায় মেলবোর্নে হার ভারতের, এগিয়ে গেল অজিরা

Date:

ওডিআই সিরিজে হারের পর এবার টি২০ (T20)-তেও পিছিয়ে পড়ল ভারত (India)। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে হার ভারতের। অজিরা জিতল ৪ উইকেটে। ব্যাটিং ব্যর্থতায় হারতে হল ভারতকে।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। কিন্তু অভিষেক শর্মা বাদ দিলে বাকি ভারতীয়  ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না।

শুভমান গিল এই ম্যাচেও হতাশ করেছেন।  ১০ বলে ৫ রান করে হেজেলউডের বলে আউট হলেন। ২ রানের বেশি করতে পারলেন না সঞ্জু স্যামসনও। অধিনায়ক সূর্যকুমার যাদব ১ রান করেই ফিরলেন। খাতা খোলার আগেই আউট তিলক বর্মা। অক্ষর প্যাটেল করেন ৭ রান।

গোটা ভারতীয় ব্যাটিং ফ্লপ, সেখানে ১৮৩.৭৮ স্ট্রাইক রেট রেখে ৩৭ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন অভিষেক।কিছুটা হলেও অভিষেক শর্মার সঙ্গে সঙ্গত দেন হর্ষিত রানা। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন। পুরো ২০ ওভার খেলার আগেই ১২৫ রানেই সমাপ্ত ভারতের ইনিংস।

অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করা অসম্ভব ছিল। ২৮ রানে আউট হন হেড।  মার্শ এবং জশ ইংলিশ ঝোড়ো  গতিতে রান তুলতে থাকেন। তবে ৪৬ রানে কুলদীপ যাদবের বলে আউট হন মার্শ। বরুণ –কুলদীপরা লড়লেন। টিম ডেভিড ১ রানে আউট হলেন। জস ২০ রানের বেশি করতে পারেননি। কিন্ত ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা।

পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে অজিরা সিরিজে ১-০ ফলে  এগিয়ে গেল।

 

Related articles

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং...

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...
Exit mobile version