Friday, November 21, 2025

কাজের গতি, স্বচ্ছতা আনতে রাজ্য পুলিশে এআই সেল! জানুন বিস্তারিত

Date:

Share post:

পুলিশের(Police) কাজের গতি, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা আরও বাড়াতে রাজ্য পুলিশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI) সেল গঠন করছে।  রাজ্য পুলিশের মহানির্দেশক  রাজীব কুমার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন।

নির্দেশিকায় বলা হয়েছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেলের প্রধান হিসেবে থাকবেন একজন অতিরিক্ত মহানির্দেশক পদমর্যাদার আধিকারিক। তাঁর অধীনেই কাজ করবে গোটা সেল। পাশাপাশি সদস্য হিসেবে একজন আইজি, ডিআইজি বা এসপি পদমর্যাদার আধিকারিক থাকবেন, যাঁরা সেলের কাজের সমন্বয়, নথিপত্র রক্ষণাবেক্ষণ  ও তদারকির দায়িত্বে থাকবেন।

এই সেলে কারিগরি সহায়তার জন্য দু’জন প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে, যাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ ও মতামত দেবেন। প্রয়োজনে অতিরিক্ত বিশেষজ্ঞ ও রিসোর্স পারসন নিয়োগেরও অনুমতি দেওয়া হয়েছে।

ডিজি রাজীব কুমারের(DG Rajeev Kumar) জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এই এআই সেল রাজ্যের পুলিশের নোডাল ইউনিট হিসেবে কাজ করবে। এর লক্ষ্য পুলিশের প্রশাসনিক এবং প্রযুক্তিগত কাজকর্মে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার, সমন্বয় ও বাস্তবায়ন।

সেলের অন্যতম প্রধান দায়িত্বগুলির মধ্যে রয়েছে এআই ব্যবহারের নীতি ও কৌশল তৈরি ও আপডেট করা, পুলিশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও তদন্তে দক্ষতা বাড়ানো, রাজ্যের বিভিন্ন পুলিশ শাখার সঙ্গে সমন্বয় রেখে পাইলট এআই প্রকল্প গড়ে তোলা ও স্থাপন করা, আধিকারিক ও কর্মীদের মধ্যে এআই সাক্ষরতা বাড়াতে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করা।

এছাড়াও রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প সংস্থা, স্টার্টআপ ও সরকারি সংগঠনের সঙ্গে সহযোগিতা করে এআই ভিত্তিক গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের উদ্যোগ নিতে বলা হয়েছে।

তথ্য নিরাপত্তা ও ডেটা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে সেলকে ডেটা প্রোটেকশন গাইডলাইন তৈরি ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা ও সরকারি মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রক্ষা করা হবে।

প্রতি পনেরো দিনে অন্তত একবার এআই সেলের বৈঠক হবে, যেখানে কাজের অগ্রগতি ও নতুন উদ্যোগ পর্যালোচনা করা হবে। প্রতি ছয় মাস অন্তর সেলের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে।

spot_img

Related articles

পূর্ব ভারত জুড়ে ভূমিকম্পে আতঙ্ক: বাংলার উত্তর থেকে দক্ষিণে অনুভূত কম্পন

শুক্রবার সকালে আচমকাই কেঁপে উঠল বাংলাদেশসহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্প অনুভূত হয় বাংলার বিস্তীর্ণ এলাকায়। প্রায় দেড়...

গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে। সেই সঙ্গে আগাম জামিনের পথে গিয়ে নিজের গ্রেফতারির...

এসএসসি ভেরিফিকেশনে অনুপস্থিত উত্তীর্ণরা: খুলবে অনুত্তীর্ণদের পথ!

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে সচেষ্ট স্কুল সার্ভিস...

নিম্নচাপের কাঁটা: তাপামাত্রা বৃদ্ধি ও বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত এবার জাঁকিয়ে শীতের প্রবেশে সবথেকে বড় বাধা। পশ্চিমের ঠাণ্ডা বাতাস, বঙ্গোপসাগরের (Bay of...