Friday, November 14, 2025

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি পেশের বিভ্রান্তি। অন্যদিকে জটিল এসআইআর (SIR) পদ্ধতি। বাংলায় এমন সময়ে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে যখন প্রাকৃতিক বিপর্যয়ের শিকার উত্তরবঙ্গ (North Bengal)। দুর্যোগের মোকাবিলার পাশাপাশি রুটিরুজির সন্ধানে জেরবার চা বাগানের শ্রমিকদের এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য শুক্রবারের ভার্চুয়াল বৈঠক (virtual meeting) থেকে কড়া নির্দেশ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

এসআইআর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পর্ব ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপ। সেই পর্বে যাতে কোনও সমস্যা চাবাগানের শ্রমিকদের না হয়, তার জন্য অভিষেক দায়িত্ব দেন রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইককে (Prakash Chik Baraik)। শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে বারবার দলের সবস্তরের নেতা কর্মীদের তিনমাস রাস্তায় থাকার নির্দেশ দেন তিনি। জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা প্রসঙ্গে নির্দেশ দিতে গিয়ে বিশেষভাবে উল্লেখ করেন চা বাগানের শ্রমিকদের কথা। সেখানেই সাংসদ বরাইককে নির্দেশ দেন, প্রত্যেক চা শ্রমিকের (tea garden worker) বাড়ি বাড়ি যেতে হবে। স্থানীয় বিএলএ-দের পাশাপাশি স্থানীয় নেতৃত্বের উদ্দেশ্যেও এই একই নির্দেশ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন: বিএলও-দের ছায়াসঙ্গী হোন: ফর্ম ফিলাপ পর্বে স্পষ্ট নির্দেশ অভিষেকের

ফর্ম ফিলাপকেই যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল, এদিনের ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যেই একজন চা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা যাতে ন্যায্য ভোটার হিসাবে ইনিউমারেশন ফর্ম ফিলাপে বাদ না পড়েন, তা নিয়ে কড়া বার্তা দেন তিনি।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version