মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা করেছেন। যে পদ্ধতিতে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকারের সঙ্গে জোট বেঁধে নির্বাচন কমিশন (ECI) বাংলার মানুষদের ন্য়ায্য ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে তাতে আতঙ্কিত বাংলার বিপুল সংখ্যক মানুষ। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) সবরকমভাবে বাংলার মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। তা সত্ত্বেও প্রতিদিন প্রকাশ্যে আসছে ভোটার তালিকার কারচুপি। এরই প্রতিবাদে এবার পথে নামবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। মঙ্গলবার, রাজ্যে ইনিউমারেশন ফর্ম (enumeration form) ফিলাপের প্রথম দিন কলকাতায় মিছিল ও সভায় দলনেত্রীর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও।

বাংলার মানুষকে ভয় দেখিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েও দমিয়ে রাখতে পারেনি কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। ভোটার তালিকায় ভিন রাজ্যের মানুষের নাম ঢুকিয়ে কারচুপি থেকে এলাকা ধরে ভোটার তালিকা থেকে নাম বাদ। কোনও ধরনের কারচুপিই বাকি রাখেনি নির্বাচন কমিশন। যে প্রক্রিয়ায় ইনিউমারেশন ফর্ম ফিলাপের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে নথির জটিলতায় আতঙ্কে ভুগছেন বাংলার মানুষ। উত্তর চব্বিশ পরগণার খড়দহ ও বীরভূমের ইলামবাজারে এসআইআর (SIR) আতঙ্কে আত্মঘাতী হয়েছেন দুই ব্যক্তি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সবরকমভাবে এগিয়ে এসেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ৪ নভেম্বর ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরুর দিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ডে বসবে হেল্প ডেস্ক (help desk)। তিন মাস পথে থাকবেন তৃণমূল সাংসদ থেকে নেতা কর্মীরা।

আরও পড়ুন: ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

তা সত্ত্বেও কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য পথে নামবেন দলনেত্রী। মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করবেন মমতা (Mamata Banerjee) ও অভিষেক (Abhishek Banerjee)। মিছিলে থাকবেন রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ, কাউন্সিলররা। মিছিল শেষে কর্মী ও নেতাদের জন্য নির্দেশ দেবেন দলনেত্রী। যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বিজেপি ও কমিশন করছে, তার বিরুদ্ধে লড়াই ও সাধারণ মানুষের ভয় দূর করার জন্য দলনেত্রীর বার্তার অপেক্ষায় দলীয় কর্মী সমর্থকরা। কার্যত এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়েই ২০২৬ বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি। একদিকে অভিষেকের নির্দেশে জেলায় জেলায় ওয়ার রুম তৈরি করে পথে তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে রাজপথে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

–

–

–

–

–

–

