Sunday, November 23, 2025

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

Date:

Share post:

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান “bring it home”! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian Women Cricketers) দিকে। একটা সময়ে যাঁদের ক্রিকেট খেলাকে গুরুত্বই দেওয়া হত না, আজ তাঁদের জন্য হোম- যজ্ঞ- পুজো আর শুভেচ্ছার বন্যা। জেমিমা, স্মৃতি, হরমনপ্রীতরা জানেন রোজ রোজ ম্যাজিক হয় না। তাই অমল মজুমদারের নির্দেশ মতো শনিবার কড়া প্র্যাকটিস করতে দেখা গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সব প্লেয়ারকে। এই প্রথমবার নতুন কোনও চ্যাম্পিয়ন পেতে চলেছে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট (ICC Women’s World Cup Final)। ভারত এর আগে এই ট্রফি জিততে পারিনি, দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। ভারতীয় পুরুষ দলের ক্রিকেটাররা অবশ্য বিশ্বকাপ জিতলেও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে সেখানেও ‘চোকার্স’ তকমা ঘোচেনি। তার উপর আবার লিগের ম্যাচে এই সাউথ আফ্রিকার কাছেই হারতে হয়েছে ইন্ডিয়াকে। ব্যর্থ হয়েছিল রিচার (Richa Ghosh) অনবদ্য ৯৪ রানের ইনিংস। এবার সবটা উসুল করে নেওয়ার পালা। গোটা দেশ আজ তাকিয়ে নীল জার্সি পরা ১১ জন মহিলা ক্রিকেটারের দিকে, যাঁরা পুরুষতান্ত্রিক সমাজের চোখে চোখ রেখে নিজেদের যোগ্যতা আর কৃতিত্ব প্রমাণ করেছে। আরও সিরিজ হয়তো আসবে, বিশ্বকাপ শেষ হলে অন্য কোনও কাপ জেতার লড়াই চলবে, কিন্তু রবিবাসরীয় মেগা মঞ্চ আগামী চার বছরে আর পাবেনা ভারতীয় মহিলা ক্রিকেট দল। দেশের মাটিতে বিশ্বকাপ ধরে রাখতে পারেনি রোহিত-বিরাটরা। ভারতীয় মেয়েদের ব্যাটে ভরসা রেখে আশায় বুক বেঁধেছে ১৪০ কোটি, আজ কি ইতিহাস তৈরি হবে? বাইশ গজের বিশ্বযুদ্ধে নামতে তৈরি ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম।

 

এদিন বিকেল তিনটে থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাল (Ind W vs SA W) শুরু হবে। ইতিমধ্যেই টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ এসেছে। স্মৃতি, জেমিমা, হরমনদের পারফরমেন্সের জেরে এই ফাইনাল নিয়ে আগ্রহ এতটাই বেড়েছে যে ক্রীড়াপ্রেমীদের আবেগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসা করতে নেমে পড়েছেন কিছু সংখ্যক মানুষ। দেড়শ টাকার টিকিট ব্ল্যাক হচ্ছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়! শনিবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট জানিয়ে দিয়েছেন, রবিবার নভি মুম্বইকে নাকি চুপ করিয়ে দিতে চান তিনি। জেমিমার জন্য তৈরি হয়েছে বিশেষ প্ল্যানিং। তাঁর কথায় অনেকের স্মৃতিতেই ফিরেছে রোহিত বনাম কামিংসের লড়াইয়ে অস্ট্রেলিয়ানদের দাপটের কথা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা মনে করছেন, ঘরের মাঠে ট্রফি জেতার চাপ ভারতের উপর বেশি থাকবে। এই সুযোগটাকেই তাঁরা কাজে লাগাতে চান।

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলে চিন্তার কারণ শেফালী বর্মা। প্রতিকা রাওয়ালের চোটের কারণে দলে জায়গা পেয়েও সেমিফাইনালে নিজের কাজ করতে পারেননি ভারতীয় ওপেনার। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যদি স্মৃতি মান্ধনাকে (Smriti Mandhana) স্বাভাবিক খেলা খেলতে দিতে হয় তাহলে শেফালীকে সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে। পিচের অবস্থা দেখে টসের সিদ্ধান্ত নেওয়া হবে বলে ভারতীয় টিমের অন্দরমহল সূত্রে জানা গেছে। তবে প্রথমে ব্যাট করা হোক বা রান তাড়া করা, দুটো ক্ষেত্রেই ওপেনিং জুটির উপর অনেকটা দায়িত্ব থাকবে। তাই এই মঞ্চে চূড়ান্ত দিনে স্মৃতি-শেফালী জুটির সাফল্য পাওয়া দরকার।

 

জেমিমার পারফরমেন্সের পর তাঁকে তিন নাম্বার থেকে সরানো হবে না বলেই আপাতত মনে করা হচ্ছে। যদিও নিজেদের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুলতে নারাজ অমল মজুমদার কিংবা হরমনপ্রীত কর। উত্তেজনায় টগবগ করে ফুটছে গোটা দেশ।

 

১৯৮৩ বা ২০১১ এর মতো ২০২৫-এও কি বিশ্বকাপ হাতে তুলবে ভারত। ভারতীয় পুরুষ ক্রিকেটাররা যা পেরেছেন কিংবা যা পারেননি সেই সব কিছুকে পিছনে ফেলে, নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে তৈরি ইন্ডিয়া উইমেন টিম (India Women Cricket Team)। শুভেচ্ছার বন্যা গোটা দেশ জুড়ে। চক দে ইন্ডিয়া!

 

spot_img

Related articles

অপরাধী ধরতে গিয়ে হাইকোর্টে পুলিশ-আইনজীবী ঝামেলা, সোমবার নগরপালের রিপোর্ট নিয়ে আলোচনা

সাইবার অপরাধে (Cyber Crime) অভিযুক্ত এক দম্পতিকে ধরতে তাঁদের পিছু নিয়ে কলকাতা হাইকোর্টে ঢুকে পড়ে গার্ডেনরিচ থানার পুলিশ।...

সোমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণে চমক, জেনে নিন উপস্থিত থাকবেন কারা

রবিতেই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বি আর গভইয়ের। সোমবার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি (chief justice...

সাগরে নিম্নচাপের মাঝেই শীতের আমেজ ফেরার পূর্বাভাস!

কলকাতায় পারদপতন (Kolkata Temperature) চলছেই , কিন্তু জাঁকিয়ে শীত এখনও না পড়ায় সেভাবে আমেজ উপভোগ করতে পারছে না...

উত্তরাখণ্ডের সরকারি স্কুলের কাছ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক! চাঞ্চল্য এলাকায়

দিল্লির লালকেল্লার সামনে আত্মঘাতী গাড়ি বিস্ফোরণের ঘটনা কয়েকদিন যেতে না যেতেই এবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় এক সরকারি স্কুলের...