উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে যেতে হবে- এই আতঙ্কে মঙ্গলবার সকালে পাড়ার মাঠে কীটনাশক খান বলে অভিযোগ।

কান্দি পুরসভার ১২নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকায় মোহন শেখ নামে ওই ব্যক্তি SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বলে অভিযোগ। পরিবারের সূত্রে খবর, ২০০২সালের ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন মোহন। নিজের বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে চলে যেতে হবে এই ভয়ে এই আতঙ্কে এদিন সকালে পাড়ার মাঠে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন মোহন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

–

–

–

–

–

–

–

–


