পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

Date:

Share post:

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter session)। কিন্তু শেষ হওয়ার হিসাবে দেখা যাচ্ছে এবারের সংসদের শীতকালীন অধিবেশন মাত্র ১৫ দিনের। দেশের নির্বাচিত প্রতিনিধিদের দেশের সংসদীয় গণতন্ত্রের (parliamentary democracy) কার্যক্রমের সময়সীমা এভাবে কমিয়ে দেওয়ায় সরব বিরোধী দলগুলি। তৃণমূলের তরফ থেকে স্পষ্ট দাবি করা হয়, এটা বিজেপির কেন্দ্রীয় নেতাদের পার্লামেন্ট-ফোবিয়ার (parliament-ophobia) নিদর্শন। এভাবেই স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করছে বিজেপির সরকার, দাবি তৃণমূলের।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমতিক্রমে শীতকালীন অধিবেশনের কথা ঘোষণা করেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijuju)। জানানো হয় ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন চলবে। সাকুল্যে যার সময়সীমা ১৫ দিনের। এই ঘোষণা হওয়ার পরই তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এই সিদ্ধান্তকে পাল্টামেট-ফোবিয়া বলে দাবি করেন। তিনি দাবি করেন, নরেন্দ্র মোদি (Narenra Modi) ও তাঁর দল একটি অত্যন্ত গভীর রোগে আক্রান্ত যার নাম পাল্টামেন্ট-ফোবিয়া (parliament-ophobia), এক এমন রোগ যেখানে সংসদে যাওয়া যায় না। ১৫ দিনের শীতকালীন অধিবেশন ঘোষণা করা হয়েছে। এর ফলে বিজেপি এক সন্দেহজনক রেকর্ড স্থাপন করছে।

কার্যত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার নতুন ছক এভাবে অধিবেশনের সময় কমিয়ে দেওয়া, দাবি সাংসদ সুখেন্দু শেখর রায়ের (Sukhendu Sekhar Ray)। তাঁর দাবি, সংসদের অধিবেশনের সময় কমাতে কেন্দ্রের বিজেপি সরকার একটি অশুভ পন্থা নিয়েছে, যাতে স্বৈরাতন্ত্রের পথ সহজে প্রশস্ত করা সম্ভব হয়।

আরও পড়ুন : একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

শীতকালীন অধিবেশনের সময়সীমা কমিয়ে দেওয়ায় সরব কংগ্রেসও। কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের (Jairam Ramesh) দাবি, অপ্রত্যাশিতভাবে দেরিতে ও ছোট আকারে শীতকালীন অধিবেশন। মাত্র ১৫ দিনের অধিবেশন হবে। সেখানেই জয়রাম রমেশের প্রশ্ন, এর থেকে কী বার্তা দেওয়া হচ্ছে? স্পষ্টভাবে সরকারের কোনও ভবিষ্যৎ পদক্ষেপ নেই পূরণ করার, কোনও বিল নেই পাশ করার মতো এবং কোনও বিতর্ক সংসদে আলোচনা করা হবে না।

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...