ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

Date:

Share post:

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন শুভমান গিল। শুক্রবার থেকে ইডেনে মহারন , তার আগে ভারতীয় দলের অনুশীলনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে একজনই তিনি শুভমান গিল(Subhaman Gill)।

ম্যাচের আগের দিন সাত সকালে ভারতীয় দলের অনুশীলন গম্ভীরময়। সকাল ৯.৩০ থেকে শুরু হয় ভারতীয় দলের অনুশীলন। শুরুতেই মূল পিচের পাশে নেটে ব্যাট নিয়ে ঢুকে পড়েন ভারত অধিনায়ক। নেট থেকে বেরোলেন প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট পর। এরপরও বিশ্রাম নিলেন না। ফিজিওকে সঙ্গে নিয়ে চলল ফিটনেস ট্রেনিং। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শত রান অর্ধ শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া প্রিন্স। তাই ইডেনে প্রস্তুতিতে কোনও খামতি রাখলেন না।

গিলের ওয়ার্লোড ম্যানেজমেন্ট নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে।সব ফরম্যাটে খেলতে হচ্ছে তাঁকে

এই প্রসঙ্গে গিল বলেন, “চার পাঁচ দিনের মধ্যেই ভিন্ন দেশ থেকে এসে ভিন্ন ফরম্যাট থেকে মানিয়ে নেওয়া সহজ নয়। কিন্তু পেশাদার ক্রিকেটে এটা মানিয়ে নিতে হয়। ওয়ার্কলোড শুরু হয়েছিল এশিয়া কাপ থেকে। এক একটি দেশে গিয়ে খেলতে হয়েছে। মেন্টালি আর ফিজিক্যালি অ্যাডজাস্ট করতে হয়। ফিজিক্যালি আমি ঠিক আছি। মেন্টালি একটু চ্যালেঞ্জ নিতে হয়।”

এই কলকাতায় তার অনেক স্মৃতি ইডেনে খেলতে এসে অতীতের ফিরে গেলেন গিল।।ভারত অধিনায়ক জানিয়েছেন, এখানে যখন খেলি তখন ঘরে খেলার মত লাগে। এখান থেকেই আইপিএল খেলা শুরু হয়। ছয় বছর পর আবার টেস্ট হচ্ছে।।

গিলের কথায়, “কলকাতায় আমার অনেক স্মৃতি। আইপিএলের স্মৃতি। পিসিএস স্টেডিয়ামে যেমন স্মৃতি রয়েছে, কলকাতার সাথেও তেমন। প্রথম টেস্ট ম্যাচ ইডেনে। রঞ্জিতেও খেলতে এসেছিলাম এখানে।”

ইডেনে দর্শকদেরও কিন্তু গিলের ব্যাট থেকে বড় রানের প্রত্যাশা রয়েছে ।

spot_img

Related articles

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...

ফের রক্তাক্ত কোচবিহার: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারে। দিনহাটার (Dinhata) বাড়ি থেকে বেরোতেই গুলি চালানো হয় তৃণমূল নেতা মিঠুন রাজভরকে লক্ষ্য করে।...

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে...

ক্ষত্রিয় সমাজ কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, বিনিময় করলেন উৎসবের শুভেচ্ছা

উৎসবের মরসুমে শহর যখন আলোর সাজে সেজে উঠেছে, ঠিক তখনই জনসংযোগের চেনা মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...