Sunday, November 16, 2025

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের নাম হতে পারেন মহম্মদ শামি(Md Shami)।

একাধিক ক্রিকেটারের দলবদল নিয়ে চর্চা তুঙ্গে।তার মধ্যে অন্যতম শামি।নিজামের শহর থেকে নবাবের শহরে আসতে চলেছেন শামি।ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, শামিকে দলে নিতে চলেছে লখনউ সুপার জায়ান্ট।রিপোর্টে জানানো হয়েছে, কোনও ক্রিকেটারের বদলে নয়, টাকার বিনিময়ে হচ্ছে শামিকে দলে নিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কারা।। দুই দলই শামির দলবদলের বিষয়ে রাজি হয়েছে। তবে শামি আপাতত ব্যস্ত কল্যাণীতে বাংলার হয়ে রঞ্জি খেলতে। যা খবর, তাতে শামির আপত্তি থাকার কারণ নেই।

লখনউ দলে আছেন বাংলার আকাশদীপ।এবার বাংলা দলের সতীর্থকে আইপিএল দলেও পেতে চলেছেন আকাশ।লখনউ দলের বোলিং শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে শামি যোগ দিলে। যদিও গত মরশুমে শামি হায়দরাবাদের হয়ে ১৪ ম্যাচে ৯ উইকেট নেন।

ইতিমধ্যেই রনজি ট্রফির তিনটি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। তিনটি ম্যাচ মিলিয়ে ৯৩ ওভার বোলিং করে নিজের ফিটনেসের প্রমাণ চেষ্টা করেছেন। তবে ত্রিপুরার বিরুদ্ধে নিজের শেষ খেলা ম্যাচে কোন উইকেট পাননি। তবে নিজের সেরাটা দিয়ে বোলিং করেছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের টিমে হয়তো রাখা হবে শামিকে। কিন্তু সেখানেও ডাকা হয়নি তাঁকে।এই পরিস্থিতিতে মনে করা যখন মনে করা হচ্ছি্ল জাতীয় দলে শামির দরজা বন্ধ ঠিক তখনই আশার আলো দেখা যাচ্ছে।

ভারতীয় দলের ম্যাচ থাকায় কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকর।  তিনি শামি খেলা দেখতে কল্যাণীও যেতে পারেন।

 

 

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version