Sunday, November 16, 2025

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

Date:

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। ‘গ্যাংস্টার’-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত বছরের জেল খাটা শাইনি আহুজা (Shiney Ahuja) এখন কী করছেন জানলে চমকে উঠবেন। বলিউডের গ্ল্যামার জগতের আলোয় ঝলমলে জীবন থেকে ধূসর হয়ে যাওয়া রিয়েল লাইফ চরিত্র আহুজা যত দ্রুতগতিতে ক্যারিয়ারে উত্থান ঘটাতে পেরেছিলেন, অন্তর্ধানটাও হয় ততোধিক বেগে। অক্ষয় কুমার, বিদ্যা বালন, জন আব্রাহামের মতো তাবড় তাবড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করা নায়ক এখন ফিলিপিনসে কাপড়ের ব্যবসা করে পেট চালাচ্ছেন। কলঙ্ক গায়ে মেখে এখন তিনি ‘প্রাক্তন’ বলিউড অভিনেতা।

‘ভুলভুলাইয়া’ থেকে ‘লাইফ ইন আ মেট্রো’ খ্যাত শাইনির মতো সুদর্শন অভিনেতা একটা সময় কম বয়সী মহিলাদের ক্রাশ হয়ে উঠেছিলেন। হালকা দাড়ি, কিলার স্মাইল লুক নিয়ে মহিলা অনুরাগীদের মন ঘায়েল করেছিলেন সহজেই। তারপরেই বড়পর্দার হিরো থেকে রিয়েল লাইফ ‘ভিলেন’ হয়ে উঠলেন তিনি। ২০০৯ সালে বাড়ির ১৯ বছরের পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে সাত বছর জেলে কাটাতে হয় শাইনিকে। এরপরই বদলে যায় অভিনেতার জীবন। বলিউডের কাজের সুযোগ মেলেনি, কাছের লোকেরাও দূরে ঠেলে দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও গডফাদার ছাড়া যে ছেলে নিজের ভাগ্য গড়েছিল এক নিমিষেই সবটা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। কিন্তু তারপর কী হল? আহুজাকে নিয়ে আজও চর্চা জারি সিনেদুনিয়ায়। ধর্ষণের অভিযোগের সত্যতা নিয়ে বলিউডে কানাঘুষো নানা কথা শোনা যায়। তবে ২০১৫ সালে ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় অভিনয়ের পর সিনে ক্যারিয়ারকে বিদায় জানান তিনি। সম্প্রতি শাইনির একটা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চেনা হাসিতে দেখা দিলেও শরীরে ওজন যে বেড়েছে তা বেশ স্পষ্ট। গ্ল্যামার কমেছে খানিকটা। শোনা যাচ্ছে তিনি নাকি আজকাল ফিলিপিনসে কাপড়ের ব্যবসা করে পেট চালাচ্ছেন। সুপারহিট অভিনেতার এহেন পরিণতিতে নেটপাড়ায় নতুন করে চর্চা শুরু।

 

Related articles

প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ঘিরে দাম্পত্য সংঘর্ষ! স্বামীকে বেধড়ক পেটালেন স্ত্রী 

জলপাইগুড়ির ধূপগুড়িতে দাম্পত্য কলহ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। স্বামীর সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন প্রেমিকার ‘লাভ রিঅ্যাক্ট’ ও ঘনিষ্ঠ সম্বোধনকে...

ছাত্রদের কাঁধে বন্দুক রেখে টলিউডে অন্য খেলা? 

ফিল্ম স্কুলের ছাত্র-ছাত্রীরা কমার্শিয়াল ছবি বানালে সে ক্ষেত্রে তাঁরা টলিউডের নিয়মকে বুড়ো আঙ্গুল দেখাতে পারেন কি? যখন সেই...

বৈঠকে নীতীশ-চিরাগ! বিহারে মন্ত্রিসভা গঠন নিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত

সংখ্যাগরিষ্ঠতার বিচারে মুখ্যমন্ত্রিত্বের দাবিদার বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন বিহারে? তা নিয়ে ক্রমশ জলঘোলা শুরু। একদিকে নীতীশ কুমারের...

অনশনের ১২ দিন! ঠাকুরবাড়িতে মতুয়া দলপতির পাশে রাজ্যের মন্ত্রীরা

ঠাকুরনগরে নিঃশর্ত নাগরিকত্বের দাবি মতুয়াদের। তাঁদের দাবির সমর্থনে অনশন মঞ্চে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabala Thakur)।...
Exit mobile version