ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যে আতঙ্কের পরিবেশ নির্বাচন কমিশন গোটা রাজ্যে তৈরি করেছে তাতে প্রায় প্রতিদিন একজন করে সহনাগরিককে হারাতে হচ্ছে রাজ্যের মানুষকে। কেউ ভোটার তালিকায় নাম না থাকার আতঙ্কে প্রাণ হারাচ্ছেন। কেউবা তালিকায় ভুল থাকায় প্রাণ দিচ্ছেন। এবার স্বামীর নামে ভুল থাকায় অশান্তিতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার এক মহিলা। পরিবারের অভিযোগ, বেশ কিছুদিন ধরে অশান্তি ভোগ করার পরে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
মুর্শিদাবাদের বেলডাঙার (Beldanga) সুরুলিয়া গেটপাড়ার বাসিন্দা সাকিলা বিবির বিয়ে হয়েছিল বহু আগে। ২৫ বছর আগে তাঁর স্বামী হচিউদ্দিন শেখ মারা গিয়েছেন। তবে ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল হচিউদ্দিন ও সাকিলা দুজনেরই। কিন্তু সমস্যা হচিউদ্দিনের নামে। ভোটার তালিকায় (voter list) নাম ছিল হচিউদ্দিন শেখ। কিন্তু সাকিলার সব কাগজপত্রে হচিউদ্দিনের ‘শেখ’ পদবীটি বাদ চলে গিয়েছে। তা নিয়েই চিন্তায় ছিলেন সাকিলা, দাবি পরিবারের সদস্যদের।
সম্প্রতি ইনিউমারেশন ফর্ম হাতে পেয়েছিলেন সাকিলা বিবি। তারপর থেকেই তিনি বিভিন্ন জায়গায় তাঁর আশঙ্কার কথা জানিয়েছিলেন। তাঁর প্রয়াত স্বামীর নামের বদলে তাঁকে তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এমন আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর। পরিবারের সদস্যরা ও স্থানীয় পঞ্চায়েতের কর্মীরা বোঝালেও তিনি আশ্বস্ত হননি, এমনটাই দাবি পরিবারের। সেই সঙ্গে তাঁর দুই মেয়েরও নাম ছিল না ২০০২ সালের তালিকায়। তাতে তিনি আরও আতঙ্কে পড়ে গিয়েছিলেন।
আরও পড়ুন : ১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা
রবিবার ভোরে তিনি কাছাকাছি রেললাইনের উপর শুয়ে পড়েন। মালগাড়ির (goods train) ধাক্কায় তাঁর মৃত্যু হয় বলেই অভিযোগ। জিআরপি (GRP) এসে দেহ উদ্ধার করে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ শামিম আখতার জানান,আত্মঘাতী ওই মহিলা এসআইআর (SIR) শুরুর পর থেকে আতঙ্কে ছিলেন। বহুবার তিনি আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাকে আশ্বস্ত করেছিলাম ২০০২-এর ভোটার তালিকায় স্বামীর নাম ভুল থাকলেও তাঁর নাম কোনওভাবেই বাদ যাবে না। তা সত্ত্বেও তাঁর আতঙ্ক কমেনি।
–
–
–
–
–
