Tuesday, November 18, 2025

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

Date:

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল পালানো আসামীকেই দিল্লি পুলিশের (Delhi Police) সঙ্গে মিলে ধরল কলকাতা পুলিশ (Kolkata Police)। আচমকাই এই গ্যাংস্টারের (gangster) খোঁজে কলকাতায় পৌঁছয় দিল্লি পুলিশের স্পেশাল সেল (Special Cell)। অবশেষে রিপন স্ট্রিট (Ripon Street) থেকে পার্ক স্ট্রিট থানার (Park Street Police Station) সহযোগিতায় গ্রেফতার হয় সেই গ্যাংস্টার।

পুলিশ সূত্রে খবর, সোহরাব নামের এই ব্যক্তি উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রয়েছে। ৬ মাস আগে প্যারোলে (parole) মুক্তি পেয়ে আর জেলে ফিরে যায়নি সোহরাব। সোহরাবের খোঁজে পার্ক স্ট্রিট থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ। গোপন সূত্রে খবর আসে অন্য পরিচয়পত্র ব্যবহার করে অ্যাপ বাইক চালাচ্ছে এই সোহরাব। এরপর রিপন স্ট্রিট থেকে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী সোহরাবকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন : রাজ্যে উপ-মুখ্য নির্বাচন কমিশনার: BLO-দের শিখণ্ডি করেই নির্ভুল SIR-বার্তা

জানা গিয়েছে, সোহরাবের বিরুদ্ধে কমপক্ষে ৪ থেকে ৫ টি খুনের অভিযোগ রয়েছে। তিহাড় (Tihar Jail) থেকে পয়লা জুলাই সে প্যারোলে মুক্তি পায়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিহাড় জেলে না ফিরে সে পালিয়ে যায়। উত্তরপ্রদেশ পুলিশ (Uttarpradesh Police), দিল্লি স্পেশাল সেল (Delhi Police), উত্তরপ্রদেশের এসটিএফ (STF) সকলেই খুঁজছিল এই গ্যাংস্টারকে। রিপন স্ট্রিটে অন্য এক ব্যক্তির আই কার্ড ব্যবহার করে, অ্যাপ বেস মোটর বাইক চালাচ্ছিল সে। আপাতত জিজ্ঞাসাবাদ চলছে এবং পুলিশ জানার চেষ্টা করছে তাঁর অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা বা তার দল আর কোথায় কতটা সক্রিয় সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে।

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version