ফের একবার বিশ্বজুড়ে বিভ্রাটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স। বিকাল থেকে হঠাৎই বন্ধ হয়ে যায় এই সোশ্যাল মিডিয়া (social media) প্ল্যাটফর্মের কাজকর্ম। প্রাক্তন নাম টুইটার (Twitter), বর্তমান এক্স-এর (X) ক্ষেত্রে এই সমস্যা নতুন নয়। তবে এবার সমস্যা বিশ্ব জুড়ে। মাত্র দশ মিনিটের মধ্যে এলন মাস্কের (Elon Musk) এক্স-এর দফতরে প্রায় ১০ হাজার অভিযোগ জমা পড়ে সারা বিশ্ব থেকে।
মঙ্গলবার বিকাল ৫.২০ থেকে হঠাৎই এক্স (X) প্ল্যাটফর্মে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। মোবাইলে (mobile) এক্স ব্যবহারকারীদের লগ ইন (log in) সমস্যা দেখা দেয়। ল্যাপটপে (laptop) ব্যবহারকারীরা সার্ভারের সমস্যার সম্মুখীন হন। এছাড়াও এক্স অ্যাপে (App) সমস্যা বা ক্লাউডফেয়ারের (Cloudfare) সমস্যার কথা উল্লেখ করেন ইউজাররা (user)।
আরও পড়ুন : আত্মঘাতী হামলাকারী নিয়ে সমাজের ধারণা ভুল! ভিডিও প্রকাশ উমরের
মাস ছয়েক আগেও এভাবেই সমস্যা হয়েছিল এক্স প্ল্যাটফর্মে। তবে মঙ্গলবারের সমস্যা নিয়ে এখনও এক্স-এর তরফে কোনও বার্তা দেওয়া হয়নি।
–
–
–
–
–
–
