Wednesday, November 19, 2025

বাংলা বললেই কীটপতঙ্গের মত ব্যবহার! ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের পুলিশি অত্যাচার

Date:

নতুনভাবে বাঙালি বিদ্বেষে শান বিজেপির। বাঙলায় প্রবল প্রতিবাদের মুখে বেশ কিছুদিন বাঙালিদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের মাত্রা কমেছিল। ফের সেই একই প্রক্রিয়ায় নির্যাতন বিজেপি শাসিত ওড়িশায় (Odisha)। রাজ্যের বিভিন্ন এলাকার দশ হকারকে (hawker) থানায় তুলে নিয়ে গিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাহায্য প্রার্থনা আটকে পড়া শ্রমিকদের।

যারা বাংলায় কথা বলে তাদের খুঁজে বের করো। তাদের বাংলাদেশি (Bangladeshi) বলে দাগিয়ে দাও। জেলে ভরে রেখে চরম মর্যাদাহানি করো। এবং শেষে পাঠিয়ে দাও জোর করে বাংলাদেশে। ঠিক এভাবেই একাধিক বিজেপি শাসিত রাজ্যের বিগত কয়েক মাস ধরে শ্রমিকদের উপর অত্যাচার হয়েছে। আবার সেই একই পথে অত্যাচার মোহন মাঝি (Mohan Majhi) শাসিত ওড়িশায়। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, শুধুমাত্র বাংলা (Bengali language) বলায় বাংলার মানুষদের সঙ্গে কীটপতঙ্গের মত ব্যবহার করা হচ্ছে।

মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলা থেকে ওড়িশার বিভিন্ন এলাকায় বিভিন্ন সামগ্রীর হকারিতে নিযুক্ত পরিযায়ী শ্রমিকদের উপর আগে অত্যাচার হয়েছে। এবার মুর্শিদাবাদের (Murshadabad) ৫ জন, পূর্ব মেদিনীপুর ও অন্যান্য এলাকার মোট ১০ জন পরিযায়ী শ্রমিকদের (migrant labour) রাতে তুলে নিয়ে যায় ওড়িশা ভদ্রক (Bhadrak) থানার পুলিশ। কোনও কারণ ছাড়াই তাঁদের রাতভর আটকে রাখা হয় ভদ্রক গ্রামীণ থানায়। এমনকি রাতে শুধুমাত্র বিস্কুট খেতে দেওয়া হয়।

আরও পড়ুন : ফের আত্মহত্যা! SIR আতঙ্কে আরেক মৃত্যু বাংলায়

শ্রমিকদের অভিযোগ, পুলিশ তাঁদের পরিচয় যাচাই করা হবে বলে জানায়। তাতে তাঁরা নিজেদের পরিচয়ের সমস্ত নথি পেশ করেন। তাতেও তাঁদের মুক্ত করা হয়নি। আটকে রাখা শ্রমিকদের বেশ কয়েকজনকে আগেও পুলিশ থানায় তুলে নিয়ে গিয়েছিল। তখন তাঁদের পরিচয়ের নথি যাচাই হয়েছিল। তা সত্ত্বেও আবার তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে। একটি ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা সাহায্যের আবেদন করেন।

Related articles

কৃষকদের পাশে রাজ্য, শস্য বিমা নিয়ে নবান্নে উচ্চস্তরের পর্যালোচনা সভা

নবান্নে বুধবার শস্য বিমা প্রকল্পের অগ্রগতি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা নিয়ে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা। সাম্প্রতিক...

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, বাংলায় ৮২০০ কোটি টাকার বিনিয়োগ প্রসূনের ইউনিভার্সাল সাকসেসের

বাংলায় বিপুল বিনিয়োগ করছে বাঙালী শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের (Prasun Mukharjee) ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ (USEL)। এবিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা...

প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল চালু পর্ষদের

রাজ্যে শিক্ষক নিয়োগে নতুন দিশা। এসএসসির পর প্রাথমিকে নিয়োগের জন্য বুধবার থেকে পোর্টাল খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West...

ভারতে ফিরতেই এনআইএর হাতে গ্রেফতার লরেন্স বিষ্ণোইয়ের ভাই!

আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। দিল্লিতে নামতেই গ্রেফতার করল এনআইএ। মহারাষ্ট্রের...
Exit mobile version