একেই বোধহয় বলে, “ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে”। “দাদা একটু আসুন, আপনি না এলে হবে না”, “আমার নির্দোষ ভাইটাকে তুলে নিয়ে গেছে একটু দেখুন”, “হাসপাতালের রোগী ভর্তি করতে হবে, নিচ্ছে না- বলে দিন”- দিনরাত এসব অনুরোধ-আবদার দীর্ঘ রাজনৈতিক জীবনে অগুণতি শুনেছেন এবং রেখেছেন তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্র। সিনেমাতেও সেই চরিত্রেই দেখা দিলেন তিনি।


ছবির নাম ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’, পরিচালক রামকমল মুখোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ কলকাতার একটি হলে জমজমাট প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন পরিচালক, অভিনেতা-অভিনেত্রীরা। ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর সঙ্গেই এদিন প্রিমিয়ারে আসেন মদন মিত্র। ছবিতে তিনি এক রাজনৈতিক দাদার চরিত্রে অভিনয় করেছেন। অসহায় মহিলার পাশে দাঁড়াতে থানায় ছুটে গিয়েছেন।


ঋতুপর্ণা জানান, এই ছবিতে মদন মিত্র তাঁদের পাশে দাঁড়িয়েছেন নিশ্চয়ই এই ছবিতে এমন কিছু রয়েছে, যার জন্য মদন মিত্রের মতো মানুষ সাহায্য করেছেন। আর নিজের চরিত্র সম্পর্কে মদন মিত্রের সহাস্য জবাব, “দুশ্চরিত্র নয়”। তিনি জানান, গৃহকর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের শহুরে জীবনে। কিন্তু অনেক সময় দেখা যায়, তাঁদের বিনা কারণে হেনস্থা হতে হচ্ছে। সেটা যাতে না হয় সব দিক থেকেই সেটা দেখতে হবে- বার্তা তৃণমূল নেতার।

আরও পড়ুন- প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

_

_

_

_

_

_
_


