Thursday, November 27, 2025

তৈরি শূন্যতা বাকি জীবন জুড়ে থাকবে, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকাহত হেমা

Date:

২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র(Dharmendra) । মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয় তাঁর শেষকৃত্য। সেই সময় বলিউডের বহু বিশিষ্টজন ছিলেন শ্মশানে। যেদিন ধর্মেন্দ্র(Dharmendra) পরলোক গমন করেছেন সেদিনও চুপ ছিলেন পরিবারের সদস্যরা। অবশেষে নিস্তব্ধতা ভেঙে বের হলেন তাঁর স্ত্রী হেমা মালিনী। ভারাক্রান্ত মন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর একের পর এক ছবি এবং লেখা পোস্ট করলেন হেমা। বললেন, “আমার ব্যক্তিগত ক্ষতি, ভাষায় প্রকাশ করা যাবে না।”

এক্স হ্যান্ডেলে হেমা মালিনী লেখেন,” ধরম জি আমার কাছে অনেক কিছু ছিলেন। লাভিং হাজবেন্ড, আমাদের দুই মেয়ে, এশা এবং অহনার স্নেহশীল বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক, কবি। সব প্রয়োজনে আমারকাছের মানুষ ছিলেন – আসলে, তিনি আমার কাছে সবকিছু ছিলেন! এবং সবসময় ভালো এবং খারাপ সময় পার করেছেন। তিনি আমার পরিবারের সকল সদস্যের কাছে তার সহজ, বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে নিজেকে প্রিয় করে তুলেছিলেন। সর্বদা তাদের সকলকে স্নেহ করতেন এবং ভালোবাসতেন। একজন জনসাধারণের ব্যক্তিত্ব হিসেবে, তাঁর প্রতিভা, তাঁর জনপ্রিয়তা সত্ত্বেও তাঁর নম্রতা ছিলেন। চলচ্চিত্র জগতে তাঁর স্থায়ী খ্যাতি এবং অর্জন চিরকাল স্থায়ী হবে। আমার ব্যক্তিগত ক্ষতি অবর্ণনীয়। তৈরি শূন্যতা এমন কিছু যা আমার বাকি জীবন জুড়ে থাকবে। বছরের পর বছর একসাথে থাকার পর, আমার কাছে অসংখ্য স্মৃতি রয়ে গিয়েছে যা অনেক বিশেষ মুহূর্তগুলিকে পুনরুজ্জীবিত করবে।”

ধর্মেন্দ্র চুটিয়ে অভিনয় করেছেন। নায়কের সংজ্ঞা বদলেছেন। একটি বছরে সাতটি হিট ছবি উপহার দিয়েছেন। রাজনীতিতে নেমেছেন। আবার সাক্ষী হয়েছেন জীবনের নানা ওঠাপড়ারও। অতিরিক্ত মদ্যপান তাঁকে বুঁদ করেছিল। শ্যুটিংয়ে তাঁর মুখে পেঁয়াজের গন্ধ পেলে আশা পারেখের মতো নায়িকারা বুঝতেন, ধরম পা-জি আবার একটু টালমাটাল হয়ে গিয়েছেন। কাউকে না বলতে পারতেন না। তাই কাজ করতেন তিন শিফটে। কখনও চার। তারপরও সেরা অভিনেতার সম্মান অধরাই থেকে যেত।

Related articles

ইমরানের মৃত্যুর খবর সম্পূর্ণ ‘ভিত্তিহীন’: জানাল জেল কর্তৃপক্ষ, কী পদক্ষেপ অবস্থানরত বোনেদের!

পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে (Imran Khan) খুন করার গুজব ওড়াল জেল কর্তৃপক্ষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে...

নিয়োগ আটকাতে চাইছে বিরোধীরা, এসএসসি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিয়েছে: ব্রাত্য

সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে রাজনীতি করা বিরোধীরা এবার এসএসসির নতুন শিক্ষক নিয়োগের পরীক্ষাও বানচাল করার...

জল জীবন মিশন প্রকল্পে একাধিক শর্ত দিল কেন্দ্র, কী ভাবছে নবান্ন?

জল জীবন মিশন প্রকল্পে (Jal Jivan Mission) অর্থ মঞ্জুরীর ক্ষেত্রে নতুন শর্ত বেঁধে দিল কেন্দ্র। রাজ্যের জনস্বাস্থ্য ও...

ইডির হাতে গ্রেফতার অনলাইন মানি গেমিং প্ল্যাটফর্ম উইনজো-র দুই প্রতিষ্ঠাতা

আর্থিক তছরুপের অভিযোগে অনলাইন মানি গেমিং(Online gameing app) প্ল্যাটফর্ম উইনজো-র প্রতিষ্ঠাতা সৌম সিং রাঠোর এবং পবন নন্দকে গ্রেফতার...
Exit mobile version