লক্ষ্মীবারে সুসময় শেয়ার বাজারে। সর্বোচ্চ গতিতে ছুটছে দালাল স্ট্রিটের ষাঁড়। বৃহস্পতির সকালে বাজার খুলতেই ২২৪.৮০ পয়েন্ট বেড়ে সেনসেক্স (sensex) পৌঁছে যায় ৮৫,৮৩৬.৭৪ পয়েন্টে। যা অলটাইম হাইয়ের দিকে ইঙ্গিত করছে। অন্যদিকে নিফটি ৬০.৮৫ পয়েন্ট বেড়ে ২৬,২৬৬.১৫-তে পৌঁছে গিয়েছে। প্রায় ১৪ মাস পর নিফটি পৌঁছল সর্বকালীন উচ্চতায় (nifty hits all time high)। যদিও দুপুর বারোটা পর্যন্ত স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ইনডেক্স ডাউন রয়েছে বলে জানা গেছে।
বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই চনমনে শেয়ার বাজারে নিফটি এবং সেনসেক্স দুইই ঊর্ধ্বমুখী।নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি মেটালস, নিফটি ফার্মার মতো সেক্টরের পয়েন্ট বেড়েছে।একাধিক সেক্টরাল ইনডেক্সের পয়েন্টও বেড়েছে।
–
–
–
–
–
–
–
–