বিশেষভাবে সক্ষমদের (Physically Disable) অধিকার রক্ষাই মূল উদ্দেশ্য। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই বার্তা দিলেন রাজ্যে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। রোটারি সদনে অনুষ্ঠানটি আয়োজন করে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। 
শশী পাঁজা (Shashi Panja) বলেন, বিশেষভাবে সক্ষমদের জন্য আগে ৩ শতাংশ সংরক্ষণ ছিল, এখন সেটা বেড়ে ৪ শতাংশ হয়েছে। সমাজের মূল স্রোতে তাঁদের নিয়ে আসতে রাজ্য সরকার বদ্ধ পরিকর। বিভিন্ন কর্মস্থানে (Employment) এঁদের নিয়োগ করলে এই কাজ সফল হবে। এছাড়াও তিনি বলেন, সবাই অত্যাধুনিক হিয়ারিং এডের মতো প্রসথেটিক এড কেনার সামর্থ রাখে না। কিন্তু তাঁদের অধিকার রক্ষা করতে সরকার থেকে নাম নথিভুক্ত করে জিনিসগুলি পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের কাছে।
বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানে বিশেষভাবে সক্ষমদের কাজের সুযোগের জন্য রোজগার মেলা বিশেষ ভূমিকা নিচ্ছে। এদিনের অনুষ্ঠানে নিজেদের কর্মস্থানে শ্রেষ্ঠ বিশেষভাবে সক্ষম কর্মীদের সম্মান জানানো হয়েছে।
আরও খবর: চিত্রসাংবাদিকদের নিয়ে জয়ার মন্তব্য অসংবেদনশীল, প্রতিবাদের সরব ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর অ্যাসোসিয়েশন
–
–
–
–
–
–