Wednesday, January 14, 2026

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

Date:

Share post:

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে সরব তৃণমূল সাংসদরা। অধিবেশনের প্রথম তিন দিনে ৯৮টি প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষরা। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত ১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি। মোদি সরকারের (Modi Government) উদ্দেশ্যপ্রণোদিত বাংলা বঞ্চনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন ঘাসফুলের সাংসদরা (TMC MP’s protest)। এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন কাকলি ঘোষদস্তিদার (Kakali Ghosh Dastidar), শতাব্দী রায় (Shatabdi Roy), সুস্মিতা দেব, ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen), জুন মালিয়া-সহ অন্যান্যরা।

চলতি অধিবেশন শুরু হতেই রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদদের। কালো প্ল্যাকার্ড হাতে এদিন মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা।কাকলি বলেন, “একশো দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের ৬৪টি দল বাংলায় এসেছে। আমরা হিসাব দিয়েছি। রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি।” অন্যদিকে প্রায় একই সময়ে মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় I.N.D.I.A-এর অন্যান্য নেতাদেরও।

spot_img

Related articles

হাই কোর্টে নিয়ন্ত্রণ শুনানি পর্ব: বুধে ইডি-আইপ্যাক মামলার আগে জারি নির্দেশিকা

একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। অন্যদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। দুপক্ষের দায়ের করা মামলা কলকাতা হাই কোর্ট (Calcutta...

চন্দ্রকোণায় প্রতিবাদ মিছিল শুভেন্দুর: কাল্পনিক, ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের

আরও একবার বিরোধী দলনেতা নিজের উপর হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় করার চেষ্টায়। নির্বাচনের আগে কোনও ইস্যু...

আক্রান্ত উত্তর ২৪ পরগনায় দুই নার্স! নিপা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রাজ্য স্বাস্থ্য দফতরের

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই নার্সের শরীরে নিপা ভাইরাসের...

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস...