Thursday, December 25, 2025

কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল, বাংলার বকেয়ার দাবিতে সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ

Date:

Share post:

বছরের পর বছর বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার, সংসদে শীতকালীন অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে কর্মসংস্থান নিয়ে সরব তৃণমূল সাংসদরা। অধিবেশনের প্রথম তিন দিনে ৯৮টি প্রশ্ন করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষরা। আদালতের নির্দেশ সত্ত্বেও এখনও পর্যন্ত ১০০ দিনের টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য প্রায় ২ লক্ষ কোটি। মোদি সরকারের (Modi Government) উদ্দেশ্যপ্রণোদিত বাংলা বঞ্চনার বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন ঘাসফুলের সাংসদরা (TMC MP’s protest)। এদিন বিজয় চক থেকে মকরদ্বার পর্যন্ত মিছিল করেন কাকলি ঘোষদস্তিদার (Kakali Ghosh Dastidar), শতাব্দী রায় (Shatabdi Roy), সুস্মিতা দেব, ডেরেক ও ব্রায়েন (Derek o Brayen), জুন মালিয়া-সহ অন্যান্যরা।

চলতি অধিবেশন শুরু হতেই রাজ্যের প্রাপ্য বকেয়া নিয়ে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তৃণমূল সাংসদদের। কালো প্ল্যাকার্ড হাতে এদিন মোদি সরকারের বিরুদ্ধে স্লোগানও তোলেন তাঁরা।কাকলি বলেন, “একশো দিনের কাজ, আবাস যোজনা, জলজীবন মিশন-সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার। কেন্দ্রের ৬৪টি দল বাংলায় এসেছে। আমরা হিসাব দিয়েছি। রিপোর্টে তারা সন্তুষ্ট। কিন্তু তারপরও বকেয়া টাকা গায়ের জোরে আটকে রাখা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বিজেপি।” অন্যদিকে প্রায় একই সময়ে মকরদ্বারের সামনে অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় I.N.D.I.A-এর অন্যান্য নেতাদেরও।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...