Monday, December 8, 2025

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

Date:

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার করা তিন জন রোগীর চিকিৎসা হয়েছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। অ্যাপোলোর প্লাস্টিক সার্জন ও জেনারেল সার্জনরা প্রিন্স দত্তর চিকিৎসা করেছেন। ওই হাসপাতালের ইএনটি এবং হেড অ্যান্ড নেক সার্জনরা ক্যান্সার–আক্রান্ত মহম্মদ সাদাবের চিকিৎসা করেছেন। অ্যাপোলোর পেডিয়াট্রিক অর্থোপেডিক বিভাগে মহেশতলার একটি মডেল ক্যাম্প থেকে রেফার করা অনুরাগ পালের চিকিৎসা হয়েছে।

চলতি মাসের শুরুতে মহেশতলা বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে ৩৭ হাজারের বেশি মানুষের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মোট ২৭টি ক্যাম্পে শুধু শনিবার ৯ হাজারের বেশি মানুষের চিকিৎসা হয়েছে। ৫ হাজারের বেশি মানুষের বিভিন্ন রকম ডায়গনস্টিক টেস্ট হয়েছে।

এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছিলেন সেবাশ্রয়–২ শুধু পরিধিই বাড়াচ্ছে না, চিকিৎসার মান আরও উন্নত করছে। রোগীদের চিকিৎসা ক্ষেত্রে একটি বিশ্বাস নিয়ে পথ চলা হচ্ছে যে সুস্থতা কোনও সুবিধে নয়, এটা মানুষের অধিকার। সেবাশ্রয়–২ শুরু হওয়ার পরে একাধিক রোগীকে প্রয়োজনে অন্য জায়গায় রেফার করা হয়েছে। তবে প্রিন্স দত্ত, মহম্মদ সাদাব এবং অনুরাগ পালের ক্ষেত্রে তাঁদের চিকিৎসার ব্যবস্থা হয় অ্যাপোলো হাসপাতালে। তাঁদের পরিবারের সঙ্গে সেবাশ্রয়–২ শিবিরের প্রতিনিধিরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রথম বারের সেবাশ্রয় শিবির থেকে যাঁদের রেফার করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee) তাঁদের মধ্যে অনেককেই উন্নত চিকিৎসার জন্য নামী সরকারি অথবা বেসরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছিলেন।-

Related articles

সংসদে ‘বঙ্কিমদা’! মোদির ঔদ্ধত্যের প্রতিবাদ সৌগতর, ক্ষমাও চাইলেন না প্রধানমন্ত্রী

বাঙালি বিদ্বেষী বিজেপির আরও এক চেহারা ফুটে উঠল সংসদে সোমবার। খোদ দেশের প্রধানমন্ত্রী সংসদে (Parliament) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্য়ায়কে (Bankim...

গীতাপাঠের অনুষ্ঠানে কেন গেলেন না: কারণ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

রবিবাসরীয় কলকাতায় ব্রিগেডে গীতাপাঠের আসর ভরালেন বিজেপির নেতারা। মাঠে উড়ল হনুমান, রামের পতাকা। আবার সেই আসরে যোগ না...

কেন্দ্রের পরিকল্পনার ব্যর্থতায় বিপর্যয়! ইন্ডিগো বিভ্রাটে ক্ষতিপূরণের দাবি মুখ্যমন্ত্রীর

কেন্দ্র জানত। কিন্তু তাও ব্যবস্থা নেয়নি। সাধারণ মানুষ এর জন্য ভুগছে। কেন্দ্রের সরকার মানুষের কথা ভাবে না। ফলে...

গুজরাটের শিক্ষায় ব্যবস্থায় ধস! প্রকাশ্যে মোদি রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতি

নরেন্দ্র মোদি অমিত শাহের রাজ্যেই শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। বিগত পাঁচ বছরে  গুজরাটে(Gujarat) লাফিয়ে বেড়েছে স্কুল ছুটের সংখ্যা।...
Exit mobile version