গত মরশুমের আইপিএল নিলাম ২৩ কোটির বেশি টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে(Venkatesh Iyer )দলে দিয়েছিল কেকেআর। কিন্তু পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারেননি। তিনি নিলামের আগেই তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু আসন্ন সপ্তাহে নিলামে ফের একবার ভেঙ্কটেশকে(Venkatesh Iyer ) দলে নিতে পারে কেকেআর। নাইটদের বর্তমান কোচ অভিষেক নায়ার সেই ইঙ্গিকই দিয়েছেন।
একটি অনুষ্ঠানে কেকেআর কোচ অভিষেক নায়ার যে ভাবে ভেঙ্কটেশের(Venkatesh Iyer )প্রশংসা করেছেন ,জানিয়েছেন, ‘ট্রায়ালে নিজেকে প্রমাণ করা ইচ্ছা ওঁর মধ্যে দেখেছিলাম। এই আত্মবিশ্বাসটাই চাই।’

প্রসঙ্গত, ২০২১ সাল থেকে আইপিএল খেলছেন মধ্যপ্রদেশের ক্রিকেটার। ২০২৪ সালে কেকেআর তৃতীয়বার আইপিএল ট্রফি জিতেছিল। সেই মরশুমে ৩৭০ রান। কিন্তু ২০২৫ আইপিএলে রানই করতে পারেননি। শেষের দিকে দল থেকে বাদ পড়েন। এবার মিনি নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে। তবে ভেঙ্কটশের উপর আস্থা হারাচ্ছে না কেকেআর।

–

–

–

–

–



