ভিসা সমস্যা কাটিয়ে কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা(Serjeo Lobera)। মঙ্গলবার রাত ১.৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে বেরোন স্প্যানিশ কোচ। তাঁর সঙ্গে এলেন মোহনবাগানের নতুন সহকারী কোচ মার্কেজ।
কয়েক সপ্তাহেই আগেই হোসে মোলিনার জায়গায় মোহনবাগানের কোচ হন লোবেরা(Serjeo Lobera)। ১ ডিসেম্বর থেকেই মোহনবাগানের অনুশীলন শুরু করে দিয়েছেন মোহনবাগান। সহকারী কোচ বাস্তব রায়ের অধীনেই চলছিল অনুশীলন। এবার অনুশীলনে যোগ দেবেন লোবেরা। বুধবার অনুশীলনে ছুটি। বৃহস্পতিবার থেকে দলকে নিয়ে অনুশীলন শুরু করাবেন লোবেরা। যুবভারতীর অনুশীলন গ্রাউন্ডে প্রথমবার মোহনবাগান দলকে কোচিং করাবেন লোবেরা।

শীতের গভীর রাতেও লোবেরাকে স্বাগত জানাতে কয়েকজন মোহনবাগান সমর্থক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ফুলের তোরা, উত্তরীয়তে স্বাগত জানানো হয়। বিমানবন্দরে কয়েকজন সমর্থকের সঙ্গে সেলফিও তোলেন।তাঁর কন্ঠে জয় মোহনবাগানও শোনা যায়।

কিছুটা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছেন লোবেরা। চলতি মরশুমে শিল্ড ছাড়া অন্য কোনও ট্রফি জেতেনি বাগান। তাঁকে ঘিরে রয়েছে প্রত্যাশার পারদ। দ্রুত নিজের মতো করে তাঁকে দলকে গুছিয়ে নিতে হবে।

–

–

–

–

–



