Saturday, December 13, 2025

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণে জট! সব পক্ষকে ফের বৈঠকে বসার নির্দেশ হাই কোর্টের

Date:

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণের দীর্ঘস্থায়ী জট কাটাতে ফের বৈঠকে বসতে হবে রাজ্য, মেট্রোরেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব দফতরকে—এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, বৈঠকের দিন-ক্ষণের সিদ্ধান্ত সব পক্ষের সম্মতিতেই স্থির করতে হবে। এ দিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, আগামী বৈঠকে তিনি নিজে উপস্থিত থাকবেন।

চিংড়িঘাটায় মেট্রো সম্প্রসারণ প্রকল্প বহু দিন আটকে থাকার অভিযোগে এলাকার এক বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন হাই কোর্টে। সেই মামলার শুনানিতে গত ৫ ডিসেম্বর আদালত রাজ্যের কাছে জানতে চেয়েছিল, এই জটিলতা কীভাবে সমাধান করা যেতে পারে। বৃহস্পতিবার অ্যাডভোকেট জেনারেল জানান, এখনও কোনও কার্যকর সমাধানসূত্র বের হয়নি। নির্ধারিত অঞ্চলে রাস্তা ব্লক করা হলে অ্যাম্বুল্যান্সসহ জরুরি পরিষেবার চলাচল গুরুতরভাবে বিঘ্নিত হতে পারে। তাঁর বক্তব্যের পরে ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, সাবওয়ের কাজ বন্ধ থাকলে আমজনতাকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব সমাধানের পথে এগোতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, কোভিডের মতো পরিস্থিতি ফিরে না এলে শহরে যানবাহনের চাপ কোনও দিনই কমবে না। কাজ তো একদিন করতেই হবে, আর সেই দিন ট্রাফিক নিয়ন্ত্রণ করাও জরুরি হয়ে পড়বে। প্রসঙ্গত, হাই কোর্টের আগের নির্দেশে বুধবার কেন্দ্র, রাজ্য এবং আরভিএনএল-এর আধিকারিকদের মধ্যে একটি বৈঠক ইতিমধ্যেই হয়েছে। তবে সেই বৈঠকেও জটের সমাধান না হওয়ায় আদালত ফের সব পক্ষকে আলোচনায় বসার নির্দেশ দিল।

আরও পড়ুন- এক চোখে দুর্যোধন, অন্য চোখে দুঃশাসন! কৃষ্ণনগরের সভা থেকে শাহকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অব্যবস্থা, বিজেপির উস্কানি! যুবভারতীর ঘটনার তীব্র নিন্দা তৃণমূলের, আয়োজককে তোপ কুণালের

মেসির অনুষ্ঠানের চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থাকল যুবভারতী ক্রীড়াঙ্গন (Yuva Bharati)। শনিবার, মাত্র ১৯ মিনিট মাঠে ছিলেন বাঁ পায়ের...

শাহজাহান মামলার সাক্ষীকে গাড়ির ধাক্কা: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার পিছু নেওয়া বাইকার

তৎপরতার সঙ্গে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের উপর হামলার ঘটনার অভিযোগে পিছু নেওয়া বাইকারকে (biker) গ্রেফতার করল ন্যাজাট...

টিকিট কেটেও দেখতে পেলেন না দর্শকরা, শুভশ্রী মেসি-সাক্ষাতের ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা

দূরদূরান্ত থেকে এসে হাজার হাজার টাকার টিকিট কেটেও ঈশ্বর দর্শন হল না। রাগে -ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। আর...

উধাও মেসি ম্যাজিক, যুুবভারতীতে শুধুই ‘Mess’, রইল টাইম লাইন

স্বপ্ন ছিল মেসি(Messi) ম্যাজিকের। কিন্তু যে ম্যাজিক তো দূরের কথা। ফুটবলের রাজপুত্রকে একঝলক দেখাও গেল না ঠিক মতো।...
Exit mobile version