তৎপরতার সঙ্গে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষের উপর হামলার ঘটনার অভিযোগে পিছু নেওয়া বাইকারকে (biker) গ্রেফতার করল ন্যাজাট থানার (Nazat police station) পুলিশ। অভিযোগ, ভোলা ঘোষের গাড়িতে হামলার আগে একটি বাইকে করে গাড়িটিকে অনুসরণ করছিল (follow) এই যুবক ও ঘাতক লরিকে তথ্য দিচ্ছিল।
সরবেড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় রুহুল কুদ্দুস শেখ নামে এই যুবককে। ভোলা ঘোষ ন্যাজাট থানায় যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগে এই যুবকের নাম নেই। তবে পুলিশ সামগ্রিকভাবে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে। আর সেই তদন্তে উঠে এসেছে ভোলা ঘোষের গাড়িকে একটি চারচাকা গাড়ি অনুসরণ করার (follow) পাশাপাশি একটি বাইকও অনুসরণ করছিল। সেই সূত্রে রুহুল কুদ্দুস শেখকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন : সন্দেশখালিতে দুর্ঘটনায় আহত সাক্ষী: বিজেপির রাজনীতিতে উন্নাও-তুলনা তৃণমূলের
১০ ডিসেম্বর বয়রামারি এলাকায় ভোলা ঘোষের গাড়িতে ট্রাকের ধাক্কা লাগায় বড়সড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলা ঘোষের গাড়ির চালক এবং ছোট ছেলে সত্যজিৎ ঘোষের। সেই ঘটনার তদন্তে নেমে ঘাতক ট্রাকের চালকসহ পিছু নেওয়া গাড়ির অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বাইক চালকের গ্রেফতারিই প্রথম গ্রেফতারি।
–
–
–
–
–
–
