গোয়া নৈশকালীন রেস্তোরাঁর অগ্নিকাণ্ডের (Goa night club fire incident) ঘটনায় এবার আটক করা হল মূল অভিযুক্ত সৌরভ ও গৌরব লুথরাকে (Saurabh Luthra and Gaurav Luthra) । ঘটনার দিন থেকেই তাঁরা পালিয়ে থাইল্যান্ডে চলে যান বলে গোয়েন্দাদের কাছে খবর ছিল। সূত্রের খবর, অভিযুক্তদের স্থানীয় কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারে নিয়ে গিয়েছে। ভারতীয় তদন্তকারী টিমের ইতিমধ্যেই তাঁদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে।
নাইট ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই ম্যানেজারসহ এক মালিক অজয় গুপ্তাকে (Ajay Gupta) গ্রেফতার করেছে গোয়া পুলিশ। যদিও নিজেকে কোম্পানির ‘স্লিপিং পার্টনার’ বলে দাবি করেছেন অজয়। তাঁকে জেরা করে লুথরাদের বেআইনি সম্পত্তির ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করছেন তদন্তকারী। জানা গেছে অগ্নিকাণ্ডের ঘটনার দিন দমকল ও উদ্ধারকাজ চলার মধ্যেই ৭ ডিসেম্বর রাত ১টা ১৭ মিনিটে লুথরা ভাইরা অনলাইনে থাইল্যান্ডের টিকিট বুক করেন। এরপরই গোয়া পুলিশ দু’জনের পাসপোর্ট স্থগিত করে এবং ইন্টারপোলের কাছে ‘ব্লু কর্নার নোটিস’-এর আবেদন জানায়। অবশেষে দুজনকেই আটক করা গেছে বলে সূত্রের খবর।

–

–

–

–

–

–

–

–


