বাংলার মনীষীদের অপমানের বিরুদ্ধে বুধবার প্রতিবাদের ঝড় বইয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বন্দে মাতরম্ গানের প্রথম দুটি স্তবক গ্রহণ করার জন্য পণ্ডিত নেহেরু নন, নেতাজি নন, পরামর্শ দিয়েছিলেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর৷ ১৯৩৭ সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনের তিনদিন আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম্ গানের প্রথম দুটি স্তবক গ্রহণ করার জন্য স্পষ্টভাবে বক্তব্য রাখেন৷ বুধবার রাজ্যসভায় এই তথ্য তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত।
এই প্রসঙ্গেই বিজেপি এবং মোদি সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সাহস থাকলে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বলুন দেশভাগের জন্য দায়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ তার পরে নির্বাচন লড়ুন৷ ১০ কোটি বাঙালি বুঝিয়ে দেবে বন্দে মাতরমের অর্থ কী! বুধবার রাজ্যসভায় দাঁড়িয়ে মোদি সরকার তথা বিজেপির উদ্দেশে তোপ এভাবেই তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷

একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছেন সেই ঘটনার তীব্র নিন্দা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ঋষি বঙ্কিমচন্দ্র আপনার সঙ্গে বসে চা খান না, তিনি আপনার বন্ধু নন যে তাঁকে আপনি বঙ্কিমদা বলবেন৷ আপনি নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করুন৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ গোটা বাংলার মানুষের দাবি, প্রধানমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুন – মা সারদার জন্মতিথি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

_

_

_

_

_

_
_


