Monday, December 15, 2025

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

Date:

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়ে লিওনেল মেসির (Lionel Messi) কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে তিন সদস্যের কমিটি (enquiry committee) গঠন করে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

শনিবারের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে জানান, সল্টলেক স্টেডিয়ামে যে বিশৃঙ্খলা তৈরি হল তাতে আমি বিচলিত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্ত যাঁরা এক ঝলক তাঁদের প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসিকে দেখার জন্য যাচ্ছিলেন, তাঁদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে আমিও যাচ্ছিলাম।

এরপরই দুঃখপ্রকাশ করে তিনি জানান, লিওনেল মেসির কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী, সেই সঙ্গে অগণিত ক্রীড়াপ্রেমী ও মেসির ভক্তদের কাছে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

আরও পড়ুন : উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তদন্ত কমিটি (enquiry committee) গঠনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে আমি একটি তদন্ত কমিটি গঠন করছি। যে কমিটিতে সদস্য থাকবেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব। এই কমিটি গোটা ঘটনার (chaos) তদন্ত (enquiry) করবে, দায় নিশ্চিত করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রতিবিধান তৈরি করবে।

মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কমিটি এদিনই প্রখম বৈঠক করে। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের বাড়িতে বৈঠক হয়। মুখ‌্যসচিব মনোজ পন্থ জানান, এদিনই প্রথম বৈঠক হল। গোটা ঘটনার যাবতীয় রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ‌্যতে এধরনের ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তার রূপরেখা তৈরি হবে। একইসঙ্গে মুখ‌্যসচিব জানান, রবিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করবে এই কমিটি।

Related articles

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...
Exit mobile version