Tuesday, December 16, 2025

জরুরি অবতরণের সময় কারখানার ছাদে ভেঙে পড়ল প্রাইভেট জেট, মৃত ৭

Date:

Share post:

মেক্সিকোয় জরুরি অবতরণ (Mexico Plane Accident) করতে গিয়ে কারখানার ছাদে ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। দুর্ঘটনার পরপরই বিমানে আগুন ধরে যায়। ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকোর সংশ্লিষ্ট বিমান নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থা।

সূত্রের খবর, সোমবার একটি প্রাইভেট জেট আকাপুলকো থেকে মেক্সিকো সিটির টলুকা বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল। উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট তড়িঘড়ি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগেই বিপত্তি ঘটে। আকাপুলকো থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সান মাতেও আতেনকো শিল্পাঞ্চলের উপর দিয়ে যাওয়ার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এক কারখানার ছাদে ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জরুরি অবতরণের সময় কারখানার ছাদে থাকা ধাতব কাঠামোয় প্রথমে আঘাত লাগে বিমানের। তার পরই সেটি ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল। আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়। মেক্সিকো পুলিশ জানিয়েছে, বিমানটিতে আটজন যাত্রী এবং দু’জন ক্রু সদস্য ছিলেন। এখনও পর্যন্ত সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি ও উদ্ধারকাজ চলছে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠিক কী কারণে উড়ানের সময় বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন: কমিশনের তালিকায় জীবিত কাউন্সিলর হলেন মৃত! প্রতিবাদ করলেন শ্মশানে গিয়ে

spot_img

Related articles

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...

এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল 

১৪ বছরের তৃণমূল সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হল তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

ভারত না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হত না: ‘বিজয় দিবস’-এ শ্রদ্ধা জানিয়ে স্বীকার মুক্তিযোদ্ধার

বাংলাদেশের (Bangladesh) ৫৪তম স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর (Army) পূর্বাঞ্চলীয় সদর কলকাতায় পালিত হল হিসেবে। মঙ্গলবার সেখানে বিশেষ যৌথ অনুষ্ঠানের...