বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে ব্যর্থ হল। তবে বোলপুর স্টেডিয়ামে ম্যাচটি শেষ হল ১-১ গোলে। প্রথমার্ধে মেবেঙ্কুর গোলে এগিয়ে যায় বর্ধমান, দ্বিতীয়ার্ধে মেদিনীপুরের হয়ে গোল শোধ করেন সোমনাথ।
প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও ব্যারেটোর দল হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের কাছে ১-৩ গোলে হারতে হয়েছিল এফসি মেদিনীপুরকে। তাদের হয়ে একমাত্র গোলটি করেছিলেন সুদীপ কুমার দাস। অন্যদিকে, সুন্দরবন বেঙ্গল অটো এফসির কাছে ১-২ গোলে হার স্বীকার করে বর্ধমান ব্লাস্টার্স। তবে, জয়ের সরণিতে ফিরে আসতে ব্যর্থ হল দুই দলই।

শুক্রবার রয়েছে দুটি ম্যাচ বেঙ্গল সুপার লিগে(Bengal Super League)। নৈহাটি স্টেডিয়ামে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স মুখোমুখি হবে উত্তর ২৪ পরগনা এফসির। ঘরের মাঠে মালদা-মুর্শিদাবাদ দল খেলবে কোপা টাইগার্স বীরভূমের।

–

–

–

–

–



