Friday, January 30, 2026

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

Date:

Share post:

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ থেকে একজন সদস্যকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। তৃণমূলের রাজ্যসভার (RajyaSabha) সদস্য দোলাকে শ্রম, মহিলা এবং সামাজিক ন্যায়বিচার সম্পর্কিত বিষয়গুলি উত্থাপনের জন্য বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দেওয়া হয়েছে।

দোলার (Dola Sen) হাতে এই পুরস্কার তুলে দেন প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই (B R Gavai)। পুরস্কার পেয়ে দোলা জানিয়েছেন, তিনি খুবই খুশি। দেশের মানুষ এবং রাজ্যের মানুষকে এই জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁরা সাংসদ জীবনে শ্রমিকদের অধিকার, মহিলা উন্নয়ন, সামাজিক ন্যায়ের মত বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্যের উপর ভিত্তি করে সংসদ ভবনে নিজের অবস্থান নিয়েছেন। সেই কারণেই তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বুধবার নয়াদিল্লির নতুন মহারাষ্ট্র সদনে অনুষ্ঠিত হয় লোকমত সংসদীয় পুরস্কার ২০২৫। সেখানে বিভিন্ন দলের সংসদ সদস্যদের সম্মানিত করা হয়েছিল। দোলার সঙ্গে একই পুরস্কার পেয়েছেন বিজেপি-র লোকসভার সাংসদ সঙ্গীতা কুমারী সিং দেও।
আরও খবরবাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

শিক্ষা-যুব সম্পর্কিত বিষয়গুলিতে আলোচনায় অংশগ্রহণের জন্য সপার (SP) সাংসদ ইকরা চৌধুরীকে সেরা নবাগত মহিলা সাংসদ হিসাবে মনোনীত করার পাশাপাশি রাজ্যসভার মনোনীত সাংসদ সুধা মূর্তি এই সম্মান পেয়েছেন। জীবনকৃতি সম্মান (লোকসভা), সেরা সাংসদ (লোকসভা), সেরা মহিলা সাংসদ (লোকসভা), সেরা নবাগত সাংসদ (লোকসভা), জীবনকৃতি সম্মান (রাজ্যসভা), সেরা সাংসদ (রাজ্যসভা), সেরা মহিলা সাংসদ (রাজ্যসভা), সেরা নবাগত সাংসদ (রাজ্যসভা)- এই আটটি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...